• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

পাকিস্তানে দুটি বাসের সংঘর্ষে নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক

  ২২ অক্টোবর ২০১৮, ১৫:৪১

পাকিস্তানে দুটি বাসের সংঘর্ষে কমপক্ষে ১৯ জন নিহত এবং আরও ৩৫ জন আহত হয়েছেন। রোববার দেরা ঘাজি খানের ঘাজি ঘাটের কাছে এ ঘটনা ঘটেছে। খবর পাকিস্তান টুডের।

খবরে বলা হয়েছে, দুটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। ওই বাস দুটিতে সবমিলিয়ে ৭০ জনের বেশি আরোহী ছিলেন। বাস দুটি দেরা ঘাজি খান থেকে মুলতান যাচ্ছিল। জানা গেছে, হতাহতের বেশির ভাগই মুলতানের বাসিন্দা এবং তারা একে অপরের সম্পর্কিত।

দেরা ঘাজি খানে মর্মান্তিক এই বাস দুর্ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। এক বিবৃতিতে তিনি সমবেদনা প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারকে সান্ত্বনা জানিয়েছেন। এছাড়া আহতদের ভালো চিকিৎসা সেবা নিশ্চিত করতে যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ইমরান খান।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সর্দার ওসমান আহমাদ খান বুজদারও মূল্যবান বহু জীবন ঝরে যাওয়ায় শোক প্রকাশ করেছেন।

চলতি বছর পাকিস্তানে বেশ কয়েকটি বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটেছে। গেল আগস্ট মাসে একটি যাত্রীবাহী বাস ও একটি ট্যাংকারের মধ্যে সংঘর্ষে নারী ও শিশুসহ কমপক্ষে ১৮ জন নিহত হয়।

এর আগে জুলাই মাসে তিনটি গাড়ির সংঘর্ষ হলে ১১ জন নিহত হয় এবং আহত হন আরও বেশ কয়েকজন।

আরও পড়ুন :

এ/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শুক্রবার যে পদ্ধতিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারণ করবে আইসিসি
বিক্ষোভে উত্তাল পাকিস্তানে নিহত আরও ৫, সেনা মোতায়েন
পাকিস্তানে ইমরানের হাজার হাজার সমর্থক গ্রেপ্তার
জিম্বাবুয়ের বিপক্ষে লজ্জার হার পাকিস্তানের