• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পর্তুগালে মেডিকেল হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ ডিসেম্বর ২০১৮, ১৩:০৪
প্রতীকী ছবি

পর্তুগালে চিকিৎসার কাজে ব্যবহৃত একটি হেলিকপ্টার হয়েছে। ধারণা করা হচ্ছে, হেলিকপ্টারের চার আরোহীই নিহত হয়েছেন। শনিবার স্থানীয় গণমাধ্যম ও দেশটির আইএনইএম জরুরি সেবা জানিয়েছে, পর্তুগালের দ্বিতীয় বৃহত্তম শহর পোর্তোর পাহাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আরটিপি এবং দৈনিক কোররেইও দে মানহা জানিয়েছে, হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আরোহী দুজন পাইলট, একজন নার্স ও একজন চিকিৎসক নিহত হয়েছেন। আইএনইএম বলছে, উদ্ধার অভিযান চালানো হচ্ছে তবে এখনও হেলিকপ্টারের সন্ধান পাওয়া যায়নি।

খবরে বলা হয়েছে, আইএনইএম’র ওই হেলিকপ্টারটি শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে নিখোঁজ হয়। ওই হেলিকপ্টারটি ৭৬ বছর বয়সী এক রোগীকে পোর্টোর একটি হাসপাতালে রেখে আইএনইএম’র ঘাঁটিতে ফেরত আসছিল।

ওই অঞ্চলে ভালোনগো ফায়ার স্টেশনের একজন মুখপাত্র বলেছেন, ২০০ উদ্ধারকর্মী ওই হেলিকপ্টার খোঁজে অভিযান চালিয়ে যাচ্ছে।

আইএনইএম বলছে, হেলিকপ্টারটি ব্রাগানকা জেলায় তাদের ঘাঁটি ফেরত আসার সময় ওই দুর্ঘটনা ঘটেছে। তাদের দাবি, খারাপ আবহাওয়ার কারণে ওই দুর্ঘটনা ঘটেছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হায়দ্রাবাদকে বিধ্বস্ত করে ছয় ম্যাচ পর জয়ে ফিরলো বেঙ্গালুরু
রাজধানীতে যুবকের মৃত্যু, চিকিৎসকের ধারণা হিট স্ট্রোক
২৪ ঘণ্টা রোগী দেখবেন না চট্টগ্রামের চিকিৎসকরা 
অপহরণের একদিন পর পল্লী চিকিৎসকসহ দুইজন উদ্ধার
X
Fresh