• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

উত্তর কোরিয়ায় খাদ্য সংকট বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ ডিসেম্বর ২০১৮, ০৬:৩২

চলতি বছর খাদ্য ঘাটতির বিষয়টি স্বীকার করেছে উত্তর কোরিয়া। ঘাটতি মেটাতে এ বছরের চেয়ে আগামী বছর ১ লাখ ৮৫ হাজার টন খাদ্য বেশি আমদানি করতে হবে।

চীনের সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ায় দীর্ঘদিন ধরে কৃষিখাতের অবস্থা খুবই খারাপ। এ কারণে মাঝেমধ্যেই সেখানে দুর্ভিক্ষ দেখা দেয় যাতে হাজার হাজার মানুষ মারা যায়।

কিছু পরিসংখ্যান অনুযায়ী, ১৯৯০ দশকের মাঝামাঝি সময়ে উত্তর কোরিয়ায় দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। অবশ্য তারপরেও কৃষি ক্ষেত্রে খুব বেশি উন্নতি করতে পারেনি দেশটি।

উত্তর কোরিয়ার সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) কাছে দেশটির প্রধানমন্ত্রী প্যাক পং জু বলেন, এই সংকট তৈরি হয়েছে কিছু খামার এবং তাদের শাখাগুলোর ব্যর্থতার জন্য।

তিনি আরও বলেন, ওই খামারগুলো বীজ উৎপাদন, বণ্টন ও সঠিক ব্যবস্থাপনায় ব্যর্থ হয়েছে। এ কারণে ফসল উৎপাদনে সরকারের যে লক্ষ্যমাত্রা ছিল তা অর্জিত হয়নি।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) হিসাব বলছে, আগামী বছর উত্তর কোরিয়াকে ৬ লাখ ৪১ হাজার টন খাদ্য আমদানি করতে হবে। এ বছর দেশটিতে আমদানিকৃত খাদ্যের পরিমাণ ছিল ৪ লাখ ৫৬ হাজার টন। এর মধ্যে ক্রয়কৃত খাদ্য ছিল ৩ লাখ ৯০ হাজার টন এবং বাকিটা সাহায্য হিসেবে আসে।

ডি/জেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাশিয়ার সঙ্গে আরও শক্তিশালী সামরিক চুক্তি উত্তর কোরিয়ার
ইউক্রেন সীমান্তে উত্তর কোরিয়ার ৮ হাজার সেনা: ব্লিঙ্কেন
নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি, বিশুদ্ধ পানি-খাদ্য সংকট
দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়া বলায় বিপাকে অলিম্পিক কমিটি