• ঢাকা বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১
logo

পাকিস্তানের ‘জাতীয় পানীয়’ আখের রস

আন্তর্জাতিক ডেস্ক

  ২৭ জানুয়ারি ২০১৯, ০৯:০৫

পাকিস্তানের সরকার আখের রসকে দেশটির ‘জাতীয় পানীয়’ হিসেবে ঘোষণা করেছে। সোশ্যাল মিডিয়ায় এক ভোটাভুটির মাধ্যমে জাতীয় পানীয় নির্ধারণ করে পাকিস্তানের সরকার।

পাকিস্তানের জাতীয় পানীয় কী হবে তা জানতে সোশ্যাল মিডিয়া টুইটারে ভোটাভাটির আয়োজন করে দেশটির সরকার।

ওই ভোটাভুটিতে কমলার রস, আখের রস ও গাজরের রস- এই তিনটির মধ্যে যেকোনও একটি বেছে নিতে বলা হয়।

শেষ পর্যন্ত মানুষজন ভোটাভুটির মাধ্যমে আখের রসকে পাকিস্তানের জাতীয় পানীয় হিসেবে বেছে নেয়।

জানা গেছে, মোট ৭ হাজার ৬১৬ জন ভোট দেন। তাদের মধ্যে ৮১ ভাগ মানুষ আখের রসের পক্ষে ভোট দিয়েছেন। আর কমলার রস ও গাজরের রস যথাক্রমে ১৫ শতাংশ ও ৪ শতাংশ ভোট পেয়েছে।

এ/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতকে বিপাকে ফেলতে কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে পাকিস্তান
২২ বছর পর অস্ট্রেলিয়ায় সিরিজ জয় পাকিস্তানের
শেষ মুহূর্তে বাতিল হলো চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশের অনুষ্ঠান
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় দল