• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

ভারতে তান্ত্রিকের আশ্বাসে মৃত ছেলেকে বাঁচাতে ৩৮ দিন কবরের পাশে বাবা

আন্তর্জাতিক ডেস্ক

  ২৭ জানুয়ারি ২০১৯, ২৩:৫১
ছবি: আনন্দবাজার

ভারতের অন্ধ্রপ্রদেশে তান্ত্রিকের আশ্বাসে মৃত ছেলেকে বাঁচাতে তার কবরের পাশে ৩৮ দিন ধরে বসেছিলেন বাবা থুপ্পাকুলা রামু।

রোববার প্রকাশিত এক প্রতিবেদনে আনন্দবাজার জানায়, রাজ্যটির নেল্লোর জেলার পেটলুরু গ্রামে এই ঘটনা ঘটেছে।

পুলিশের বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, গত ৩৮ দিন ধরে নিজের ছেলের কবরের পাশে বসেছিলেন থুপ্পাকুলা রামু। স্থানীয় এক তান্ত্রিক তাকে আশ্বাস দিয়েছিলেন যে ৪১ দিন ধরে ছেলের কবর পাহারা দিলেই আবারও জীবিত হয়ে উঠবে ছেলে।

আরও জানায়, তান্ত্রিকের কথা বিশ্বাস করে কবরখানায় গিয়ে বসেছিলেন ৫৬ বছরের থুপ্পাকুলা। বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তাকে বুঝিয়ে কবরখানা থেকে বাড়িতে ফিরিয়ে আনেন তারা।

পুলিশের অনুমান, গত মাসে মারা যাওয়া ২৬ বছর বয়সী ছেলে শ্রীনিবাসালুকে ফিরে পেতে এই তান্ত্রিককে সাত লাখ রুপিও দিয়েছেন থুপ্পাকুলা। কিন্তু এনিয়ে পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করেননি তিনি।

গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, কদপা জেলার কোদুরু শহরে থাকতেন শ্রীনিবাসালু। ২০১৪ সাল থেকে কুয়েতে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন তিনি। তিনমাস আগে দেশে ফিরেছিলেন তিনি। এরপর একটি অটোরিকশা কিনে চালাতে শুরু করেন তিনি।

এতে আরও বলা হয়, পরিবারের একমাত্র উপার্জনকারী শ্রীনিবাসালু কোদুরু শহরে থাকাকালীন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হন। তিরুপতির একটি সরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। সেখানেই মারা যান তিনি। ছেলের মৃত্যুর পর প্রচণ্ড ভেঙে পড়া থুপ্পাকুলা ছেলেকে ফিরে পেতে তান্ত্রিকের পরামর্শ নেন।

নেল্লোর পুলিশ ডিএসপি শ্রীরামবাবু জানান, তান্ত্রিকের বিরুদ্ধে কোনও রকমের মামলা দায়ের করতে রাজি হননি থুপ্পাকুলা। উল্টো পুলিশকে তিনি বলেছেন যে যেকোনো প্রথায় বিশ্বাস রাখার অধিকার আছে তার। তাই এক্ষেত্রে তিনি কোনও অপরাধ করেননি।

কে/জেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, ভারতীয়দের আগাম সন্তান জন্মদানের হিড়িক
ভারতে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের গুজব, নিহত ১২
শেখ হাসিনার ‘হেট স্পিচ’ প্রচার না করার আহ্বান চিফ প্রসিকিউটরের
যুক্তরাষ্ট্র ছাড়তে হচ্ছে ১৮ হাজার ভারতীয় নাগরিককে