ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১২ জন নিহত
ভারতের মধ্যপ্রদেশের উজ্জেইন জেলায় এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এসময় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটেছে।
পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, উজ্জেইনে দুটি গাড়ির সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। একজন আহত হয়েছেন। কি কারণে দুর্ঘটনা ঘটেছে তার তদন্ত চলছে।
হতাহত ব্যক্তিরা সবাই একই পরিবারের বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, নাগরায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তিরা।
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভয়াবহ এই দুর্ঘটনার পর গভীর শোক প্রকাশ করেছেন।এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী মোদির অফিস জানায়, মধ্যপ্রদেশের উজ্জেইন জেলার সড়ক দুর্ঘটনা দুঃখজনক। নিহতদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি।
অন্যদিকে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এই দুর্ঘটনায় শোক জানিয়েছেন।
তিনি বলেন, মধ্যপ্রদেশের উজ্জেইনে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছে শুনে খুব খারাপ লাগছে। নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
আরো পড়ুন:
এ/পি
মন্তব্য করুন