• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

হুয়াওয়ে সিএফও’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলা

আন্তর্জাতিক ডেস্ক

  ২৯ জানুয়ারি ২০১৯, ১৫:২৫

চীনের টেলিকম জায়ান্ট হুয়াওয়ে ও এর প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মেং ওয়ানঝুর বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে যুক্তরাষ্ট্র। ব্যাংক জালিয়াতি, ন্যায়বিচারে বাধা ও প্রযুক্তি চুরির অভিযোগে হুয়াওয়ের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। খবর বিবিসি, সিএনএনের।

ধারণা করা হচ্ছে, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান টানাপোড়েনকে আরও তিক্ত করবে।

মেং ও হুয়াওয়ে যুক্তরাষ্ট্র সরকারের সব অভিযোগ অস্বীকার করেছে। এর আগে যুক্তরাষ্ট্রের অনুরোধে গত মাসে মেংকে গ্রেপ্তার করে কানাডা।

যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী উইবার রস বলেছেন, বহু বছর ধরে চীন প্রতিষ্ঠাগুলো আমাদের রপ্তানি আইন ভঙ্গ ও নিষেধাজ্ঞা অমান্য করছে। অধিকাংশ ক্ষেত্রেই তাদের অবৈধ কর্মকাণ্ড চালানোর জন্য মার্কিন আর্থিক ব্যবস্থা ব্যবহার করে কোম্পানিগুলো। এটা বন্ধ হতে হবে।

এক বিবৃতিতে হুয়াওয়ে তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা এ ধরনের অপরাধ সংঘটন করেনি। কোম্পানিটি জানিয়েছে, তারা ‘কোনও নিয়মই লঙ্ঘন করেনি’ এবং ‘মেংয়ের কোনও অপরাধ সম্পর্কেও তারা জ্ঞাত’ নয়।

উল্লেখ্য, গত মাসেই জামিনে মুক্তি পান মেং ওয়ানঝু। তবে এখন কানাডায় কড়া নজরদারিতে আছেন তিনি। ৬ ফেব্রুয়ারি তাকে ফের আদালতে তোলা হবে।

আরো পড়ুন:

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেনা অভিযানে হত্যা মামলার আসামিসহ মাদক ও চাঁদাবাজ চক্রের ২৬ জন আটক
নতুন মামলায় সালমান-আনিসুল-পলকসহ গ্রেপ্তার ৮
স্ত্রী, কন্যাসহ সাবেক ডেপুটি গভর্নর সুরের বিরুদ্ধে দুর্নীতির মামলা
প্রথম আলোর সম্পাদকসহ ৩ জনকে অব্যাহতি