• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

মিয়ানমার সেনাবাহিনীকে পাশ কাটিয়ে সংবিধান সংশোধনের প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

  ৩০ জানুয়ারি ২০১৯, ১৫:৫৩
ছবি: সংগৃহীত

মিয়ানমারে সংরক্ষিত সেনা সদস্যদের তোপ উপেক্ষা করে সেনাবাহিনী রচিত সংবিধান সংশোধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে দেশটির সংসদ। মঙ্গলবার প্রস্তাবটি মিয়ানমারের সংসদ ‘পিদাউংসু হ্লুত্ত’-এ ভোটাভুটিতে টিকে যায়। এ নিয়ে এখন মুখোমুখি অবস্থানে সু চি ও মিয়ানমার সেনাবাহিনী। খবর মিয়ানমার টাইমসের।

স্টেট কাউন্সিলর অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)-র পক্ষ থেকে আনা প্রস্তাব অনুমোদনের ফলে সংবিধান সংশোধনের লক্ষ্যে কমিটি গঠিত হবে।

এর আগে সেনাবাহিনীর ক্ষমতা কমাতে সংবিধান সংশোধনের আহ্বান জানানোর পর ২০১৭ সালের ২৯ জানুয়ারি সু চির মুসলিম উপদেষ্টা কো নিকে গুলি চালিয়ে হত্যা করা হয়। ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে প্রকাশ্যে হত্যা করা হলেও ঘটনার বিচারের কোন উদ্যোগই নেয়া হয়নি। ওই ঘটনার দ্বিতীয় বার্ষিকীতেই সংবিধান সংশোধনের প্রস্তাব এনেছে এনএলডি।

মিয়ানমার টাইমস জানিয়েছে, সংসদের মোট ৬০১ জন সদস্যের মধ্যে ৩৬৯ জন এনএলডির প্রস্তাবের পক্ষে ভোট দেন। এসময় সেনাবাহিনীর জন্য সংরক্ষিত আসনের সদস্যরা হট্টগোল শুরু করেন। তারা বলেন, এমন একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব আনার আগে সংসদ সদস্যদের অবহিত করা উচিত ছিলো।

জবাবে স্পিকার উ টি খুন মিয়াত তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। সংসদের প্রতি সম্মানোর জন্য আহ্বানও জানান।

রয়টার্সের খবরে বলা হয়, সংবিধান সংশোধনের প্রস্তাব আনার ফলে সেনাবাহিনী ও সু চির এনএলডির মধ্যে উত্তেজনা ছড়াতে পারে। নির্বাচনে ঐতিহাসিক জয়ের তিন বছর পর এই প্রথম সংবিধান সংশোধনের প্রস্তাব করেছে এনএলডি। নির্বাচনে জয় পেলেও সংবিধানের অদ্ভুত বিধানের কারণে প্রেসিডেন্ট হতে পারেননি সু চি।

উল্লেখ্য, ২০০৮ সালে সেনাবাহিনীর তৈরি সংবিধানে প্রতিরক্ষা, স্বরাষ্ট্রসহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো সেনাবাহিনীর অধীনে রাখা হয়। সংসদের দুই কক্ষেই সেনাবাহিনীর জন্য এক চতুর্থাংশ আসন সংরক্ষণের বিধান করা হয়। সংবিধান চূড়ান্তভাবে সংশোধনে পার্লামেন্টের ৭৫ শতাংশের বেশি সদস্যের সমর্থনের লাগবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেনাবাহিনীর নিয়ন্ত্রণে মাহবুবুর রহমান মোল্লা কলেজ
রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
রিকশাচালকদের সরিয়ে দিলো সেনাবাহিনী, যানচলাচল শুরু
মহাখালীতে অটোরিকশা চালকদের সেনাবাহিনীর ধাওয়া