• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

নির্বাচনের আগে ভারতে সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা করছে মার্কিন গোয়েন্দারা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩১ জানুয়ারি ২০১৯, ১৩:৪৪
ড্যান কোটস

সাধারণ নির্বাচনের আগে ভারতে সাম্প্রদায়িক দাঙ্গার সম্ভাবনা অনেক বেশি। হিন্দু জাতীয়তাবাদী শক্তি হিন্দু ভাবাবেগকে কাজে লাগিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করলে দাঙ্গার আশঙ্কা আরও বাড়বে। মার্কিন জাতীয় গোয়েন্দা বাহিনীর প্রধান ড্যান কোটস সম্প্রতি এই তথ্য জানিয়েছেন বলে আনন্দবাজারের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে বিশ্বের কোথায় সংকটের সম্ভাবনা আছে তা নিয়েই এই রিপোর্ট বানিয়েছে বিভিন্ন মার্কিন গোয়েন্দা সংস্থা। সেখানেই উঠে এসেছে ভারতের প্রসঙ্গ। ওই রিপোর্টেই সাধারণ নির্বাচনের আগে মে মাস পর্যন্ত ভারতের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন গোয়েন্দারা।

মার্কিন কংগ্রেসের সিনেট সিলেক্ট কমিটিকে ড্যান কোটস জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টি হিন্দু ভাবাবেগকে ব্যবহার করার চেষ্টা করলে আগামী লোকসভা নির্বাচনের আগে ভারতে সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা বাড়বে।

মার্কিন গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, হিন্দুত্ববাদী নীতি নেয়ার কারণে বিজেপি শাসিত রাজ্যগুলোতে এরই মধ্যে সাম্প্রদায়িক বিভেদ শুরু হয়েছে। আগামী নির্বাচনে বিজেপির শীর্ষ নেতৃত্ব আবারও হিন্দুত্ববাদী রাস্তায় হাঁটলে সংশ্লিষ্ট কর্মীরা সাম্প্রদায়িক ঘটনা ঘটাতে উৎসাহ পাবে। সে ক্ষেত্রে নিশ্চিতভাবেই সহিংসতা বাড়বে।

পাশাপাশি মার্কিন গোয়েন্দারা সতর্কতা- সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা বাড়লে আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে দেশের মুসলিম সম্প্রদায়। সেই সুযোগ নিয়ে মুসলিম সমাজে প্রভাব বাড়াবে বিভিন্ন জঙ্গিগোষ্ঠীও।

নির্বাচনের পাশাপাশি ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়েও উদ্বেগ জানিয়েছে আমেরিকা। আগামী মে মাস পর্যন্ত এই সম্পর্ক একদম তলানিতে পৌঁছবে বলেই আশঙ্কা মার্কিন গোয়েন্দাদের। তাদের দাবি, সীমান্ত সন্ত্রাস, নিয়ন্ত্রণরেখায় গোলাগুলি, ভারতের নির্বাচন এবং আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে পাকিস্তানের আশঙ্কার কারণে মে মাস পর্যন্ত ভারত-পাকিস্তান সম্পর্কে উত্তেজনা থাকবে।

ডি/এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুনামগঞ্জ সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ
লস অ্যাঞ্জেলেসে পুড়েছে ৫০ বিলিয়ন ডলারের সম্পদ, চলছে লুটপাট
নির্বাচন অফিসে তথ্য নিতে এসে রোহিঙ্গা নাগরিক আটক
স্টারমারের নির্বাচনী প্রচারণায়ও অংশ নিয়েছিল আওয়ামী লীগ