• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

ইরান সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১৩

ইরান সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা করছে পাকিস্তান। প্রধানমন্ত্রী ইমরান খান দুই দেশের সীমান্তে উত্তেজনা কমাতে এই পরিকল্পনা পেশ করেছেন। পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গাফুরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পার্সটুডে।

এ সম্পর্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, আমরা সীমান্তে বেড়া দেয়ার কথা ভাবছি যাতে তৃতীয় কোনও পক্ষ পৈশাচিক কাজের মাধ্যমে আমাদের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বসুলভ সম্পর্ক নষ্টের পায়তারা করতে না পারে।

পাকিস্তান সরকার ইরানের সঙ্গে সাড়ে ৯০০ কিলোমিটার সীমান্তে এ বেড়া নির্মাণ করতে চায়। সম্প্রতি পাকিস্তান সীমান্তে ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে সীমান্তরক্ষীদের ওপর হামলার ঘটনার পর এ সিদ্ধান্ত নিলো ইসলামাবাদ।

গত ১৩ ফেব্রুয়ারি ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের খাশ-জাহেদান মহাসড়কে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর সদস্যদের বহনকারী একটি বাসে ভয়াবহ আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ২৭ জওয়ান নিহত ও ১৩ জন আহত হন।

উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী জেইশুল আদল এ হামলার দায় স্বীকার করেছে। ইরানের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা ইরান থেকে এই গোষ্ঠীসহ সকল উগ্র জঙ্গি গোষ্ঠীর মূলোৎপাটন করার প্রত্যয় ব্যক্ত করেছেন। পাকিস্তানও এ ক্ষেত্রে সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে।

ডি/

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেক্সিকো সীমান্তে সেনা ও হেলিকপ্টার পাঠাচ্ছেন ট্রাম্প
‘আইসিসি যা বলবে আমরা মেনে নেব’, পাকিস্তান ইস্যুতে বিসিসিআই সচিব
সীমান্তের ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া কেউ ঢুকবে না
ঢাকাগামী বিমানে বোমা হামলার বার্তা এসেছে পাকিস্তানি নম্বর থেকে