• ঢাকা বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১
logo

ভারতের সঙ্গে চলমান উত্তেজনা থামাতে ইরানের সাহায্য চাইলো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ মার্চ ২০১৯, ০৮:৫৮
তেহরানস্থ পাকিস্তান দূতাবাস

শান্তিপূর্ণ উপায়ে ভারতের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনের উপায় খুঁজে বের করতে ইরানকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে তেহরানস্থ পাকিস্তান দূতাবাস। পার্সটুডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই দূতাবাস শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে জানায়, ভারত সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবে দেশটির পক্ষ থেকে সন্ত্রাসবাদকে ব্যবহার করার বিষয়ে পাকিস্তান সব সময় নিজের উদ্বেগের কথা জানিয়ে এসেছে। বিশেষ করে ভারতে পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে দেশটির সরকার সন্ত্রাসবাদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, দুঃখজনকভাবে ভারত সরকার কোনও ধরনের তদন্ত কিংবা সাক্ষ্যপ্রমাণ ছাড়াই তাৎক্ষণিকভাবে সন্ত্রাসী হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে দিয়েছে। এ পরিস্থিতিতে কাশ্মীর সীমান্তে সৃষ্ট উত্তেজনা প্রশমনে ইরান ভূমিকা পালন করতে পারে বলে পাক দূতাবাসের বিবৃতিতে উল্লেখ করা হয়।

গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামা জেলায় এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় ভারতীয় আধা সামরিক বাহিনীর অন্তত ৪০ জওয়ান নিহত হন। পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী জইশি মোহাম্মাদ ওই হামলার দায়িত্ব স্বীকার করে। নয়াদিল্লি ওই হামলার জন্য পাকিস্তান সরকারকে দায়ী করলে দুদেশের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।

ভারত দুদিন আগে পাকিস্তানের অভ্যন্তরে প্রবেশ করে বিমান হামলার মাধ্যমে জইশের প্রশিক্ষণ কেন্দ্র গুঁড়িয়ে দেয়ার দাবি করে জানায়, তাদের হামলায় ৩০০ থেকে সাড়ে ৩০০ জঙ্গি নিহত হয়েছে। তবে পাকিস্তান বিমান হামলার বিষয়টিই অস্বীকার করে।

ওই ঘটনার পরদিন কাশ্মীর সীমান্তের পাকিস্তান অংশে গুলিতে একটি ভারতীয় বিমান ভূপাতিত হয় এবং এর পাইলট আটক হন। দ্বিপক্ষীয় উত্তেজনা প্রশমনের লক্ষ্যে পাকিস্তান সরকার গতকাল (শুক্রবার) ওই পাইলটকে ভারতের কাছে হস্তান্তর করেছে।

ডি/এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে পালানোর সময় আ.লীগ নেতা কিরণ আটক
সাড়ে ১৮ ঘণ্টা নয়, যুক্তরাষ্ট্র থেকে ভারত আসতে লাগবে ৩০ মিনিট
২ বছর পর বেনাপোল দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু
মণিপুরে আবারও উত্তেজনা, ৬ মরদেহ উদ্ধার