লন্ডনের মেয়র সাদিক খান যুক্তরাজ্যের বর্ষসেরা রাজনীতিক
লন্ডনের মেয়র সাদিক খানকে যুক্তরাজ্যের ‘বর্ষসেরা রাজনীতিক’ হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। লন্ডনের রাজনৈতিক জীবনে চলমান অবদানের জন্য তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়।
বৃহস্পতিবার দেশটির হাউজ অব কমন্স কমপ্লেক্সে ব্রিটেনের সাপ্তাহিক সংবাদপত্র ‘এশিয়ান ভয়েস’ এই বার্ষিক ‘পলিটিক্যাল ও পাবলিক লাইফ অ্যাওয়ার্ডস’র আয়োজন করে বলে জানায় ভারতীয় গণমাধ্যম ‘এনডিটিভি’।
এই অনুষ্ঠানে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী গ্যাভিন উইলিয়ামসনকে ‘বর্ষসেরা মন্ত্রী’ এবং ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিক প্রীতি প্যাটেলকে ‘কনজারভেটিভ পার্টির বর্ষসেরা সংসদ সদস্য(এমপি)’ হিসেবেও স্বীকৃতি দেয়া হয়েছে।
উইলিয়ামসন পুরস্কার নেয়ার সময় বলেন, আমাদেরকে নিরাপদ রাখার ক্ষেত্রে অবদান রাখার জন্য সব সম্প্রদায়ের মানুষ মিলেই আমাদের সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করেছে।
যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী প্যাটেল বলেন, আমি আপনাদের সেবক হিসেবে কাজ চালিয়ে যেতে চাই।
বর্ষসেরা রাজনীতিকের পুরস্কার পাওয়া সাদিক খানের দাদা-দাদি ভারতে জন্মগ্রহণ করেন এবং তার বাবা-মা পাকিস্তান থেকে যুক্তরাজ্যে চলে যান।
এই অনুষ্ঠানে রাজনৈতিক অঙ্গন থেকে পুরস্কার পাওয়া অন্যরা হলেন ডেমোক্র্যাটিক ইউনিয়নিস্ট পার্টি(ডিইউপি) নেতা আর্লেন ফস্টার, লেবার পার্টির এমপি ড্যান কার্ডেন ও থেলমা ওয়াকার।
এছাড়া ভারতের লীলা ইন্টারন্যাশনাল হোটেল চেইনকে ‘বর্ষসেরা আন্তর্জাতিক হোটেল’ এবং ব্রিটিশ-ভারতীয় কমেডিয়ান পল চৌধুরিকে ‘বর্ষসেরা কমেডিয়ান’ এবং হ্যানকিজ রেস্টুরেন্টকে ‘লন্ডনের বর্ষসেরা রেস্টুরেন্ট’ হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে।
আরো পড়ুন:
কে/এমকে
মন্তব্য করুন