উত্তর কোরিয়ার নির্বাচনে ভোট পড়েছে ৯৯.৯৯ শতাংশ
উত্তর কোরিয়ায় গত রোববার অনুষ্ঠিত হওয়া একক প্রার্থীর নির্বাচনে ভোট পড়েছে ৯৯.৯৯ শতাংশ। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-এর বরাত দিয়ে এমন খবর ছেপেছে বিবিসি। সেখানে বলা হয়, এবারের নির্বাচনে ব্যালট পেপারে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের নাম দেখা যায়নি।
কেসিএনএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, এবারের নির্বাচনে ৯৯.৯৯ শতাংশ ভোট পড়েছে। ২০১৪ সালের নির্বাচনে ৯৯.৯৭ শতাংশ ভোট পড়েছিল।
নির্বাচনে শতভাগ ভোট না পরার কারণ হিসেবে কেসিএনএ জানায়, কিছু লোক বিদেশে থাকার কারণে ও সমুদ্রে কাজ করার জন্য ১০০ শতাংশ ভোট পড়েনি।
কেসিএনএ নির্বাচনে বিজয়ী যে ৬৮৭ জন প্রতিনিধির নাম প্রকাশ করেছে সেখানে দেশটির নেতা কিম জং উনের নাম ছিল না। যদিও এ নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।
-------------------------------------------------
আরও পড়ুন : বাংলাদেশ থেকে জাহাজে যাওয়া যাবে কলকাতা
-------------------------------------------------
তবে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে কিমের অংশগ্রহণ করা অথবা না করা নিয়ে অবাক হওয়ার কিছু নেই। কেননা দেশটির সর্বোপরি ক্ষমতা কিমের হাতে। তবে নির্বাচনে কিমের বোন বিজয়ী হয়েছেন।
কিম জং উন ক্ষমতা গ্রহণের পর দেশটিতে এটি দ্বিতীয় জাতীয় নির্বাচন। ২০১৪ সালের নির্বাচনে কিম তার নির্বাচনী এলাকায় ১০০ শতাংশ ভোট পান বলে খবরে বলা হয়েছে।
উল্লেখ্য, দেশটির সংসদ ‘সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি’র (এসপিএ) এই নির্বাচনে প্রতিটি আসনেই প্রার্থী মাত্র একজন। কোনও আসনেই বিকল্প প্রার্থী ছিল না।
আরও পড়ুন
এ
মন্তব্য করুন