মুরগির ঠোকরে শেয়ালের মৃত্যু
ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ব্রিট্যানি’র এগ্রিকালচারাল স্কুল গ্রস চেনে এর খামারে একদল মুরগির ঠোকরে একটি শেয়ালের মৃত্যু হয়েছে।
অটোম্যাটিক দরজার একটি খাঁচায় তিন হাজার মুরগির মধ্যে শেয়ালটি আটকে গেলে এই অস্বাভাবিক ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম বিবিসি।
খামারটির প্রধান প্যাসক্যাল ড্যানিয়েল ফরাসি বার্তা সংস্থা এএফপি’কে বলেন, খাঁচাটিতে থাকা মুরগিগুলো একসঙ্গে শেয়ালটির ওপর হামলা করে। শেয়ালটির গলায় ঠোকরের ফলে সৃষ্ট আঘাতের চিহ্ন ছিল।
শেয়ালটির মৃতদেহ ঘটনার একদিন পর খাঁচাটির এক কোণে পড়ে থাকতে দেখা যায়।
-------------------------------------------------
আরও পড়ুন : উত্তর কোরিয়ার নির্বাচনে ভোট পড়েছে ৯৯.৯৯ শতাংশ
-------------------------------------------------
বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, খাঁচাটি দিনের বেলায় খোলা রাখা হয় এবং বেশিরভাগ মুরগিই এসময় বাইরে থাকে।
পাঁচ বা ছয় মাস বয়সী শেয়ালটি খাঁচার মধ্যে ঠোকার পর এর দরজাটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেলে প্রাণিটি আটকে যায়।
ড্যানিয়েল স্থানীয় সংবাদপত্র ওয়েস্ট ফ্রান্স’কে বলেন, মুরগি একসঙ্গে শেয়ালটির মুখে ঠোকর মারতে শুরু করে প্রাণিটিকে কাবু করে ফেলে। সাধারণ মুরগিরা একসঙ্গে হামলা করলে তাদের সঙ্গে পেরে ওঠা কঠিন।
কে/পি
মন্তব্য করুন