• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

নাইজেরিয়ায় স্কুল ভবন ধসে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ মার্চ ২০১৯, ০৯:৫৩

নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লাগোস শহরের ইটা ফাজি আইল্যান্ডে একটি স্কুল ভবন ধসে পড়ে শিশুসহ কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও অনেকেই আহত হয়েছেন। ঘটনার পর সেখান থেকে ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনও অনেকে ধ্বংসস্তুপের নিচে আটকে আছে বলে ধারণা করা হচ্ছে।

দেশটির জাতীয় জরুরি সেবা ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র ইব্রাহিম ফারিনলোই বলেন, স্থানীয় সময় বুধবার সকাল ১০টার দিকে দ্বীপের ‍ইতা ফাজি আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোহাম্মদ মুফতি নামের এক প্রত্যক্ষদর্শী জানান, ভবনটি ধসে পড়ার আগে এটি দীর্ঘক্ষণ ধরে কাঁপছিল।

গণমাধ্যমে প্রকাশিত ছবি থেকে দেখা যায় ভবনের ধ্বংসস্তুপ থেকে উদ্ধারকর্মীরা কয়েকটি শিশুকে বের করে আনছেন। তারা ধসে পড়া ভবনের পিলার, কংক্রিটের বিশাল স্ল্যাব এবং দুমড়েমুচড়ে যাওয়া ধাতবখণ্ড সরিয়ে শিশুদের বের করে আনার চেষ্টা করছেন। তবে কী কারণে ভবনটি ধসেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে ধসে পড়া তিনতলা ভবনের উপরের তলায় একটি প্রাথমিক বিদ্যালয় ছিল। ধ্বংসস্তুপ থেকে এ পর্যন্ত ৪০ শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করা হয়েছে। সেখানে শতাধিক শিক্ষার্থী ছিল।

স্থানীয় গণমাধ্যম জানাচ্ছে, ওই ভবনে বিদ্যালয় ছাড়াও বেশ কয়েকটি আবাসিক অ্যাপার্টমেন্ট ছিল।

উল্লেখ্য, এর আগে ২০১৬ সালে নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি গির্জার ছাদ ধসে শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল।

আরও পড়ুন

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওষুধসহ ৬৫ পণ্যে ভ্যাট বাড়ছে
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে শিশু নিহত, জীবিত উদ্ধার ২
৩৩ লাখ টাকার ভারতীয় ওষুধসহ ৪ কারবারি আটক 
নেদারল্যান্ডসে ভবন ধস, মৃতের সংখ্যা বাড়ছে