• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

নির্বাচনে লড়বেন না প্রিয়াঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ মার্চ ২০১৯, ১১:১২

লোকসভা নির্বাচনে লড়বেন না প্রিয়াঙ্কা গান্ধী। বরং দলের জন্য প্রচার চালাবেন তিনি। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ সম্পাদক হিসেবে আপাতত প্রচারের কাজ করবেন প্রিয়াঙ্কা। এখন আনুষ্ঠানিকভাবে দলের দায়িত্ব পেলেও দীর্ঘ দিন ধরে ভাই রাহুল এবং মা সোনিয়ার হয়ে তাদের কেন্দ্রে প্রচারণা চালিয়ে আসছেন তিনি। গত জানুয়ারি মাসে সাধারণ সম্পাদক হিসেবে তার নাম ঘোষণা হয়ে যায়।

প্রিয়াঙ্কার দলে যোগ দেয়ার পর গুঞ্জন উঠেছিল যে তিনি লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন। এসময় তার সম্ভাব্য আসন হিসেবে রায়বেরেলীর নামও শোনা গিয়েছিল। এই আসনে সাংসদ তার মা সোনিয়া গান্ধী। অনেক দিন ধরে সোনিয়ার শরীর ভাল যাচ্ছে না। তাই শোনা গিয়েছিল সোনিয়ার পরিবর্তে এই আসনে প্রার্থী হবেন প্রিয়াঙ্কা। তবে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় রায়বেরলী থেকে নির্বাচন করবেন সোনিয়া গান্ধীই।

এদিকে দলের সাধারণ সম্পাদক হিসেবে রোড শো থেকে শুরু করে বৈঠক সবই চালিয়ে যাচ্ছেন প্রিয়াঙ্কা। মাত্র একদিন আগে গুজরাটের আহমেদাবাদে গিয়ে কংগ্রেসের কার্যনির্বাহী কমিটির বৈঠকে ভাষণও দিয়েছেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাক্যবাণে বিদ্ধ করেছেন প্রিয়াঙ্কা। তবে রাহুলের সঙ্গে প্রচারের সময় শ্রোতার ভূমিকাই দেখা গেছে তাকে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই প্রিয়াঙ্কাকে দলে নিয়ে এসে রাজনীতিতে সক্রিয় করার দাবি তুলেছেন কংগ্রেস কর্মীদের একটা বড় অংশ। পাশাপাশি তাকে নির্বাচনে দাঁড় করানোর দাবিও উঠেছে। কিন্তু এখনই তা পূরণ হওয়ার সম্ভবনা দেখা যাচ্ছে না।

আরও পড়ুন

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল মার্কিন কংগ্রেস
আজ বিছানা না গোছানোর দিন! 
১৯৭১ সালের যুদ্ধে বিজয় নিয়ে লোকসভায় যা বললেন প্রিয়াঙ্কা গান্ধী
বাংলাদেশ ইস্যুতে যা বললেন মমতা