• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

দুই মসজিদে হামলায় ৪০ জন নিহত: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

  ১৫ মার্চ ২০১৯, ১২:৩৪
ভিডিও থেকে স্ক্রিনশট নেয়া

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আহডার্ন বলেছেন, ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনায় ৪০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৩০ জন আল-নূর মসজিদে ও অন্য ১০ জন লিনউড মসজিদে নিহত হয়েছেন।

শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ক্রাইস্টচার্চের আল-নূর মসজিদ ও পার্শ্ববর্তী লিনউড মসজিদে হামলা চালায় বন্দুকধারীরা। ওই ঘটনার বিষয়ে ওয়েলিংটন থেকে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এটিকে ‘সন্ত্রাসী’ হামলা উল্লেখ করে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, এই হামলায় আরও ২০ জন গুরুতর আহত হয়েছেন।

আহডার্ন বলেন, আমরা বহুত্ববাদে বিশ্বাস করি ও দয়ালু বলেই আমাদের লক্ষ্যবস্তু করা হয়েছে। এর আগে ক্রাইস্টচার্চে হামলার পর প্রথম সংবাদ সম্মেলনে এই ঘটনাকে নিউজিল্যান্ডের একটি কালো দিন হিসেবে বর্ণনা করেন তিনি।

-------------------------------------------------------
আরও পড়ুন : অজ্ঞাত মহিলা বাঁচিয়ে দিলেন টাইগারদের
-------------------------------------------------------

তিনি বলেন, একাধিক জায়গায় চলমান হামলার ঘটনা মোকাবেলা করছি আমরা। তিনি বলেন, এটা নিউজিল্যান্ডের অন্যতম কালো দিন।

এদিকে পুলিশ কমিশনার মাইক বুশ বলেছেন, ক্রাইস্টচার্চে দুই মসজিদে হামলার পর তিনজন পুরুষ ও একজন নারীসহ চারজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্রাইস্টচার্চে শেষ রোমাঞ্চের অপেক্ষা