• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

নেদারল্যান্ডসে বন্দুক হামলা, একাধিক আহত

আন্তর্জাতিক ডেস্ক

  ১৮ মার্চ ২০১৯, ১৭:১১

নেদারল্যান্ডসের আটরেচ শহরে এক ট্রামে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

নেদারল্যান্ডসের মধ্যাঞ্চলীয় প্রদেশের রাজধানী শহর ইউট্রেখটে এক ট্রামে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

সোমবার স্থানীয় সময় সকাল পৌনে এগারোটায় এ গোলাগুলির ঘটনা ঘটে বলে দেশটির পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইউট্রেখটের পুলিশ বলছে, সিটি সেন্টারের পাশে অবস্থিত শহরের একটি ট্রাম স্টেশনের কাছে এ গোলাগুলির ঘটনা ঘটেছে। পুলিশের জরুরি সেবা বিভাগের সদস্যরা গোলাগুলির স্থানটি ঘেরাও করেছে।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার পাঠানো হয়েছে।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, নেদারল্যান্ডস পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিট রয়েছে ঘটনাস্থলে। পুলিশ জরুরি সেবাদাতাকর্মীদের ঘটনাস্থলে পৌঁছানোর সুবিধার্থে আশপাশের সব রাস্তা ফাঁকা রাখতে আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেক্সিকোতে বন্দুকধারীদের হামলায় নিহত ১০
নেদারল্যান্ডস থেকে ইসরায়েলিদের উদ্ধারে বিমান যাচ্ছে 
বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ নিয়ে কাজ একটি অনন্য দৃষ্টান্ত: নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত
অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল নেদারল্যান্ডস