• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

দক্ষিণ কোরিয়ার হোটেলে গোপন ক্যামেরায় অতিথিদের অন্তরঙ্গ ভিডিও ধারণ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ মার্চ ২০১৯, ১৩:২৪

দক্ষিণ কোরিয়ার হোটেলে গোপন ক্যামেরার মাধ্যমে অতিথিদের অন্তরঙ্গ ভিডিও ধারণ করা হয়েছে। এরপর সেগুলো অনলাইনে প্রচার করা হয়। অস্ট্রেলিয়াভিত্তিক সংবাদমাধ্যম এসবিএস নিউজ জানিয়েছে, এই কাজের শিকার হয়েছেন ১ হাজার ৬০০ অতিথি।

হোটেলে গোপন ক্যামেরা স্থাপনের জন্য দক্ষিণ কোরিয়ার পুলিশ অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে। এসব ক্যামেরা স্থাপন করা হয়েছিল মূলত টিভি, ওয়াল সকেট এবং চুল শুকানোর যন্ত্রে। এ ধরনের ক্যামেরা দেশটির ৩০টি হোটেলের ৪২টি রুমে পাওয়া গেছে।

দক্ষিণ কোরিয়ায় পর্ণোগ্রাফি তৈরি এবং শেয়ার অনৈতিক হিসেবে বিবেচিত হয়। সম্প্রতি পর্ণোগ্রাফির বিরুদ্ধে আন্দোলনও ছড়িয়ে পড়ে দেশটিতে। এসময় হাজার হাজার নারী রাস্তায় নেমে আন্দোলন করে।

পরিসংখ্যান বলছে, ২০১২ সালে অবৈধভাবে এরকম ভিডিওর ঘটনা ঘটে ২ হাজার ৪০০ যা ২০১৭ সালে বেড়ে দাঁড়ায় ৬ হাজারে। কিছুদিন আগে অর্থের বিনিময়ে এসব ভিডিও দেখানোর জন্য একটি সাইট খোলা হয়। সেখান থেকে পুরো ভিডিও অর্থের বিনিময়ে দেখতে পারতেন যেকেউ। অবশ্য ৩০ সেকেন্ডের ক্লিপ বিনামূল্যেও দেখাতো ওই সাইট।

ডি/জেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালিবাগে আবাসিক হোটেলে প্রবাসীর ঝুলন্ত মরদেহ, প্রেমিকা গ্রেপ্তার
হোটেল থেকে নারীসহ আওয়ামী লীগ নেতা আটক
সামরিক আইন জারির জন্য ক্ষমা চাইলেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট
হোটেল ব্যবসা বন্ধের শঙ্কা, ত্রিপুরায় বাংলাদেশি নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার