ছয় সপ্তাহের জামিন পেলেন নওয়াজ শরিফ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দেশের মধ্যে যেকোনো হাসপাতালে চিকিৎসার জন্য ছয় সপ্তাহের জামিন পেয়েছেন।
মঙ্গলবার দেশটির সুপ্রিম কোর্টে তার জামিনের আবেদন মঞ্জুর হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম ডন। এছাড়া তাকে পাঁচ মিলিয়ন রুপির দুটি সিওরিটি বন্ড জমা করার নির্দেশ দেয়া হয়েছে।
দেশটির প্রধান বিচারপতি আসিফ সাঈদ খোসার নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চে তার চিকিৎসার জন্য করা আবেদনটি গৃহীত হয়। তবে শরিফের পক্ষ থেকে আট সপ্তাহের জামিনের আবেদন করা হয়।
বেশ কয়েকটি শর্তে নওয়াজ শরিফকে ছয় সপ্তাহের জামিন দেয়া হয়েছে। প্রথমত, তিনি দেশের বাইরে যেতে পারবেন না। দ্বিতীয়ত, ছয় সপ্তাহ পরে স্বয়ংক্রিয়ভাবে তার জামিন বাতিল হয়ে যাবে।
তৃতীয়ত, এই সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রীকে স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করতে হবে। চতুর্থত, পুলিশের কাছে আত্মসমর্পণের আগে তিনি আর জামিনের আবেদন করতে পারবেন না।
পঞ্চমত, তাকে নিজের ইচ্ছামতো পাকিস্তানের যেকোনো চিকিৎসাকেন্দ্র থেকে চিকিৎসা সেবা গ্রহণ করতে হবে।
এছাড়া জামিন মুক্ত থাকাকালীন যদি ইসলামাবাদ হাইকোর্টের(আইএইচসি) পক্ষ থেকে নওয়াজ শরিফের জামিনের বিরুদ্ধে কোনও রুল জারি হয়, তবে তাকে কখন ও কিভাবে গ্রেপ্তার করা হবে সেই সিদ্ধান্ত নেবে আইএইচসি।
গত মাসেও নওয়াজ শরিফের পক্ষ থেকে জামিনের আবেদন করা হয়, কিন্তু আদালতে তা খারিজ হয়ে যায়। এর আগে গত বছরের সেপ্টেম্বরে স্ত্রীর মৃত্যুর পর তার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পান তিনি।
ছেলের কোম্পানি থেকে বেতনের আংশিক গোপন করার দায়ে ২০১৭ সালের জুলাইয়ে নওয়াজ শরিফকে ক্ষমতাচ্যুত করে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। পরে আয়ের উৎসের তথ্য গোপনের আলাদা দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত হন তিনি।
আরো পড়ুন:
- বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপিত পাকিস্তানে
- বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা দিবসকে ‘বাংলাদেশ দিবস’ ঘোষণা ওয়াশিংটন ডিসির
কে/এমকে
মন্তব্য করুন