ঢাকাসোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

স্লোভাকিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট জুজানা কাপুতোভা

আন্তর্জাতিক ডেস্ক

রোববার, ৩১ মার্চ ২০১৯ , ০৩:৪০ পিএম


loading/img

স্লোভাকিয়ার ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জুজানা কাপুতোভা। রাজনৈতিক অভিজ্ঞতা না থাকলেও পেশায় আইনজীবী জুজানা কাপুতোভা শনিবার দেশটিতে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছেন।

বিজ্ঞাপন

৪৫ বছর বয়সী জুজানা দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক সোচ্চার হওয়ার কারণে ব্যাপক পরিচিতি পান। তাই রাজনীতিতে অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও নির্বাচনে প্রতিপক্ষ ক্ষমতাসীন সার-এসডি দলের ঝানু রাজনীতিবিদ এবং ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট মারোস সেফকোভিচকে পরাজিত করেন জুজানা।

নির্বাচনে ৫৮ শতাংশ ভোট পান জুজানা। আর তার প্রতিপক্ষ মারোস পান ৪২ শতাংশ ভোট। স্লোভাকিয়ার বর্তমান প্রেসিডেন্ট আন্দ্রেজ কিস্কা পাঁচ বছর মেয়াদের প্রেসিডেন্ট পদের লড়াইয়ে এবার আর দ্বিতীয়বারের মতো দাঁড়াননি।

বিজ্ঞাপন

গত বছর ফেব্রুয়ারিতে স্লোভাকিয়ায় রাজনীতিবিদদের সঙ্গে সংঘবদ্ধ অপরাধের বিষয় নিয়ে কাজ করা এক অনুসন্ধানী সাংবাদিক ও তার বাগদত্তা খুন হন। ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ শুরু হলে মন্ত্রিসভায় অনাস্থা প্রকাশ করে আগাম নির্বাচনের দাবি তোলে আন্দোলনকারীরা। এরপরই নির্বাচনে দাঁড়ানোর কথা ভাবেন জুজানা কাপুতোভা।

লিবারেল প্রোগ্রেসিভ স্লোভাকিয়া পার্টির প্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়ান তিনি। দলটি এর আগে পার্লামেন্টে কোনও আসন পায়নি।

উল্লেখ্য, অবৈধভাবে ময়লা ফেলে জমি ভরাটের বিরুদ্ধে ১৪ বছর ধরে চলা একটি মামলায় নেতৃত্ব দিয়ে আইনজীবী হিসেবে পরিচিতি পান জুজানা। তালাকপ্রাপ্ত জুজানা দুই সন্তানের মা।

বিজ্ঞাপন

এ/পি

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |