• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

শ্রীলঙ্কায় হামলার ঘটনায় গ্রেপ্তার সাত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ এপ্রিল ২০১৯, ২০:২২
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কায় হামলার ঘটনায় সন্দেহভাজন সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সম্পর্কে দেশটির জুনিয়র ডিফেন্স মিনিস্টার রুয়ান বিজেওয়ার্দানে বলেন, অষ্টম বিস্ফোরণের পর শ্রীলঙ্কা সরকার কারফিউ জারির সিদ্ধান্ত নেয় এবং এসব বিস্ফোরণে জড়িত থাকার সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজেওয়ার্দেনের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড জানায়, যতক্ষণ পর্যন্ত এ ধরনের সমস্যার সুরাহা না হবে ততক্ষণ পর্যন্ত কারফিউ চলবে। ইতোমধ্যে দেশটিতে বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ করে দেয়া হয়েছে। এগুলোর তালিকায় আছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম।

প্রসঙ্গত, শ্রীলঙ্কার সবচেয়ে বড় শহর ও বাণিজ্যিক রাজধানী কলম্বোয় অষ্টম দফায় বোমার বিস্ফোরণ ঘটেছে। সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০৭ জনে পৌঁছেছে। এছাড়া এই হামলায় আহত হয়েছে অন্তত ৪৫০ জন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার সকাল থেকে দফায় দফায় হামলায় কেঁপে উঠে শ্রীলঙ্কা। এসময় তিনটি গির্জা, তিনটি বিলাসবহুল হোটেল ও একটি ইন-এ বোমা বিস্ফোরণ হয়। সর্বশেষ অষ্টম বিস্ফোরণটি ঘটেছে চিড়িয়াখানা এলাকায়।

ডি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিপুল পরিমাণ গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
রাজধানীতে ১৬ ছিনতাইকারী গ্রেপ্তার
নতুন মামলায় সালমান-আনিসুল-পলকসহ গ্রেপ্তার ৮
৩য় শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে অধ্যক্ষ গ্রেপ্তার