শ্রীলঙ্কায় হামলার মূল সন্দেহভাজন নিহত
শ্রীলঙ্কায় রোববারের ভয়াবহ হামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা জাহরান হাশিম হোটেলে বোমা হামলায় মারা গেছেন। শুক্রবার এ খবর নিশ্চিত করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।
স্থানীয় একটি চরমপন্থী গ্রুপের ওই নেতা জাহরানের দিকে ইঙ্গিত করে সিরিসেনা বলেন, গোয়েন্দা সংস্থাগুলো আমাকে যা বলেছে তাতে সাংরি-লা হোটেলে হামলার সময় তার মৃত্যু হয়েছে।
তিনি বলেন, বিলাসবহুল হোটেলে হামলায় নেতৃত্ব নেন জাহরান এবং তার সঙ্গে দ্বিতীয় বোমা হামলাকারী ছিল। ওই হামলাকারীকে শুধু ‘ইলহাম’ নামে চিহ্নিত করেন সিরিসেনা।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বলেন, জাহরানের মৃত্যুর খবর সেনাবাহিনী গোয়েন্দা বিভাগ নিশ্চিত করেছে। এছাড়া ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ঘেঁটেও এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
রোববারের ওই হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট (আইএস) ভিডিও প্রকাশ করার পর জাহরানের অবস্থান নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়।
জাহরান ন্যাশনাল তৌহিদ জামাত গ্রুপের নেতৃত্বে ছিলেন এমন তথ্যের ভিত্তিতে আনুমানিক ৪০ বছর বয়সী এই জঙ্গিকে খুঁজতে মরিয়া হয়ে অভিযান শুরু করে শ্রীলঙ্কার নিরাপত্তা বাহিনী।
উল্লেখ্য, রোববারের ভয়াবহ ওই হামলায় ২৫৩ জন ব্যক্তি নিহত হয়। ওইদিন তিনটি চার্চ ও চারটি হোটেলে ভয়াবহ ওই সিরিজ বোমা হামলায় আরও চার শতাধিক ব্যক্তি আহত হয়।
এ
মন্তব্য করুন