ফিলিস্তিন-ইসরায়েল উত্তেজনায় নিহত ১৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আজও ইসরায়েলি বিমান ও কামান হামলা অব্যাহত রয়েছে। গত দুই দিনে ইসরায়েলি হামলায় এক শিশু ও গর্ভবতী নারীসহ অন্তত নয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর পার্সটুডের।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি গাজায় ব্যাপক হামলার নির্দেশ জারি করেছেন। এর ফলে গাজায় সরাসরি সেনা অভিযানের আশঙ্কা করা হচ্ছে।
এদিকে ফিলিস্তিনিরা ইসরায়েলের রকেট ছুঁড়ে হামলার জবাব দিচ্ছে। ফিলিস্তিনিদের রকেট হামলায় এ পর্যন্ত পাঁচ জন ইসরায়েলি প্রাণ হারিয়েছে। এশকেলন উপশহরে রকেটের হামলায় প্রাণ হারিয়েছেন চার ইসরায়েলি। সেদিরুত এলাকায় নিহত হয়েছেন আরও একজন।
গাজায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামি জিহাদ বলেছে, তাদের পাল্টা আঘাত অব্যাহত থাকবে এবং ইসরায়েলের নতুন নতুন এলাকায় হামলা চালানো হবে। বিভিন্ন সূত্র বলছে, গত দুই দিনে হামাস ইসরায়েলের অভ্যন্তরে কয়েকশো রকেট ছুড়েছে।
এদিকে মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে আক্রমণ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। ফিলিস্তিন থেকে ইসরায়েলের দিকে প্রায় ৬০০ রকেট হামলার জবাব হিসেবে এ নির্দেশনা দিয়েছেন তিনি।
ইসরায়েল ডিফেন্স ফোর্সেস বলছে, তারা বিমান হামলার জন্য গাজা-জুড়ে এখন পর্যন্ত ২৬০টি লক্ষ্য ঠিক করেছে। এগুলোতে হামলা চলতে থাকবে।
ডি/জেএইচ
মন্তব্য করুন