• ঢাকা শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১
logo

চীনে সব ভাষার উইকিপিডিয়া বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ মে ২০১৯, ১৫:৩১
সংগৃহীত ছবি

উইকিপিডিয়া বন্ধ করে দিয়েছে চীন সরকার। এপ্রিল থেকে সব ভাষার উইকিপিডিয়া দেশটিতে বন্ধ আছে বলে নিশ্চিত করেছে উইকিমিডিয়া ফাউন্ডেশন।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ইন্টারনেট সেন্সরশিপ গবেষকরা দেখেছেন, উইকিপিডিয়া হাজারো এমন সব ওয়েবসাইট যুক্ত করেছিল যেগুলোতে চীন থেকে প্রবেশ করা যায় না।

এর আগে চীনে উইকিপিডিয়ার শুধু চীনা ভাষার সংস্করণটি বন্ধ ছিল। এবার সেই নিষেধাজ্ঞার মাত্রা বাড়ানো হলো। এ সম্পর্কে উইকিমিডিয়া ফাউন্ডেশন জানিয়েছে, তারা এ বিষয়ে কোনও নোটিশ পায়নি।

এক বিবৃতিতে ফাউন্ডেশনটি জানায়, এপ্রিলের শেষ দিকে উইকিমিডিয়া ফাউন্ডেশন বুঝতে পারে চীনে উইকিপিডিয়াতে প্রবেশ করা যাচ্ছে না। ওই বিবৃতিতে আরও বলা হয়, এবার ইন্টারনাল ট্রাফিক বিশ্লেষণ করে আমরা নিশ্চিত করছি, চীনে বর্তমানে উইকিপিডিয়ার সব সংস্করণ বন্ধ আছে।

মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়াকে বিভিন্ন সময় বিভিন্ন দেশে বন্ধ করা হয়েছে। এর আগে ২০১৭ সালে তুরস্ক উইকিপিডিয়া বন্ধ করে দেয়। এছাড়া গত বছর ভেনেজুয়েলাও সাইটটি ব্লক করে।

ডি/ এমকে

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চীন সফরে গেলেন বিমানবাহিনী প্রধান
চাঁদপুরে ডাকাতিয়া নদীর ভাঙন থেকে রক্ষা পেতে মানববন্ধন 
অভিনেতার রহস্যজনক মৃত্যু, যা জানালেন তার বন্ধু
ওজনে কম দেওয়ায় পেট্রোল পাম্প বন্ধ করে দিলো বিএসটিআই