ঢাকাবৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

গ্রিনকার্ডের মতো বিশেষ আবাসন প্রকল্প অনুমোদন সৌদি মন্ত্রিসভায়

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯ , ০৯:২৭ পিএম


loading/img
ছবি: সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যম আল অ্যারাবিয়া

সৌদি আরবের মন্ত্রিসভা একটি বিশেষ আবাসন প্রকল্প অনুমোদন করেছে। এটি বিশ্বের অন্য দেশগুলোতে প্রযোজ্য গ্রিনকার্ড ব্যবস্থার মতো।

বিজ্ঞাপন

বুধবার (১৫ মে ২০১৯) প্রকাশিত এক প্রতিবেদনে সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স।

এসপিএ’র বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদ সংস্থাটির প্রতিবেদনটিতে বলা হয়, ধনী ও উচ্চ দক্ষতা সম্পন্ন বিদেশি প্রবাসীদেরকে আকৃষ্ট করতেই প্রকল্পটি নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

এই মাসের শুরুতে শুরা কাউন্সিলের অনুমোদন দেয়া নতুন প্রকল্পটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি এসপিএ’র বিবৃতিটিতে।

স্থানীয় গণমাধ্যম জানায়, এই প্রকল্পে ধনী ও উচ্চ দক্ষতা সম্পন্ন বিদেশি প্রবাসীদেরকে এককালীন অর্থের বিনিময়ে নবায়নযোগ্য বা স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেয়া হবে।

আরও জানায়, তাদেরকে সৌদি আরবে অবাধে চলাফেরা, সম্পত্তি অর্জনের অধিকার এবং ব্যবসা করার অনুমতি দেয়া হবে।

বিজ্ঞাপন

বর্তমানে সৌদি আরবে ১০ মিলিয়নের বেশি প্রবাসী একটি জামানত ব্যবস্থায় কাজ ও বসবাস করছে। এজন্য তাদের একজন সৌদি নিয়োগকর্তার জামানতের দরকার হয়।

এছাড়া যখন তারা দেশটি ত্যাগ করতে চায়, তখন তাদেরকে একটি এক্সিট/রি-এন্ট্রি ভিসা দেয়া হয় বলে উল্লেখ করেছে যুক্তরাজ্যের বার্তা সংস্থা রয়টার্স।

কে/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |