• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

ভিসা ছাড়াই ইরানে যেতে পারবেন চীনারা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ জুলাই ২০১৯, ০৬:০৭
ভিসামুক্ত সফর
চীনা পাসপোর্ট

ভিসা ছাড়াই ইরানে সফর করার সুবিধা পাবেন চীনের নাগরিকরা। এ বিষয়ে ইরান সরকার নতুন একটি আইন পাস করেছে বলে জানিয়েছে পার্সটুডে।

এ আইন অনুযায়ী, ইরান সফরের ক্ষেত্রে চীনা পর্যটকদেরকে ভিসা সংক্রান্ত কোনও আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে না। গতকাল (শনিবার) ইরানের প্রেসিডেন্টের দপ্তরের জনসংযোগ কার্যালয় এক প্রতিবেদনে জানায়, গত ২৩ জুন ইরানি মন্ত্রিসভা এ আইন পাস করে।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংস্কৃতি ঐতিহ্য, হস্তশিল্প ও পর্যটন সংস্থাগুলোর পক্ষ থেকে সরকারকে এ বিষয়ে পরামর্শ দেয়া হয়েছিল। সরকার বিষয়টি বিবেচনায় নিয়েছে। ভিসামুক্ত সুবিধা দেয়ার পর ধারণা করা হচ্ছে- ইরানে চীনা ব্যবসায়ী ও পর্যটকের সংখ্যা অনেক বেড়ে যাবে।

অবশ্য অনেক বিশ্লেষক বলছেন, ইরান এবং চীন- এ দুটি দেশের সঙ্গে উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্রের। এ কারণেই হয়তো চীনের সঙ্গে সম্পর্কের দৃঢ়তা বোঝাতে এই উদ্যোগ নিয়েছে ইরান সরকার।

ডি/

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরটিভিতে আজ (১৯ নভেম্বর) যা দেখবেন
জ্বালানি তেল নিয়ে সুসংবাদ
পরীক্ষায় ফেল করে রাগে স্কুলে হামলা, নিহত ৮
চীনা অর্থায়নে দক্ষিণ আমেরিকায় সমুদ্রবন্দর উদ্বোধন