• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

ভারত পারমাণবিক অস্ত্র ত্যাগ করলে পাকিস্তানও করবে: ইমরান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ জুলাই ২০১৯, ২৩:৩৩
পাকিস্তান, ভারত
ছবি: যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ফক্স নিউজ

ভারত পারমাণবিক অস্ত্রগুলো ত্যাগ করলে পাকিস্তানও করবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

যুক্তরাষ্ট্র সফররত এই প্রধানমন্ত্রী সোমবার স্থানীয় গণমাধ্যম ফক্স নিউজের ব্রেট বাইয়ের-কে দেয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে একথা জানান।

বাইয়ের তাকে প্রশ্ন করেন, যদি ভারত বলে যে আমরা আমাদের পারমাণবিক অস্ত্রগুলো ত্যাগ করবো, তবে পাকিস্তান করবে কি?

জবাবে ইমরান খান বলেন, হ্যাঁ। কারণ পারমাণবিক যুদ্ধ কোনও বিকল্প নয়। আর পাকিস্তান ও ভারতের পারমাণবিক যুদ্ধের ধারণাটি আত্মবিধ্বংসী। কারণ আমাদের মধ্যে আড়াই হাজার মাইলের সীমান্ত আছে।

তিনি বলেন, আমি মনে করি এই উপমহাদেশের মানুষ গত ফেব্রুয়ারিতে ভারত-পাকিস্তান সীমান্তে সৃষ্ট উত্তেজনার ফলে বিষয়টি ভালোভাবেই বুঝেছে। এসময় একটি ভারতীয় বিমান পাকিস্তানে ভূপাতিত হয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যদি পারেন, তবে এক্ষেত্রে তাকে তার ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছি আমি। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, একমাত্র যুক্তরাষ্ট্রই কাশ্মীর ইস্যুতে পাকিস্তান ও ভারতের মধ্যে মধ্যস্থতা করতে পারে। এই কাশ্মীরের কারণেই আমরা ৭০ বছর ধরে সভ্য প্রতিবেশীর মতো বসবাস করতে পারছি না।

আরেকটি প্রশ্নের জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমি সত্যিই অনুভব করি যে আলোচনার টেবিলে আসা উচিত ভারতের। কারণ আমরা এই পৃথিবীর ১.৩ বিলিয়ন মানুষকে নিয়ে কথা বলছি।

আরও পড়ুন

কে/এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার কপিল শর্মাকে পাকিস্তান থেকে খুনের হুমকি
ভারতে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের গুজব, নিহত ১২
‘আইসিসি যা বলবে আমরা মেনে নেব’, পাকিস্তান ইস্যুতে বিসিসিআই সচিব
শেখ হাসিনার ‘হেট স্পিচ’ প্রচার না করার আহ্বান চিফ প্রসিকিউটরের