যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি ভোটারের মতে ট্রাম্প বর্ণবাদী
যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি ভোটারের (৫১%) মতে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন বর্ণবাদী। ৪৫ শতাংশের মতে তিনি বর্ণবাদী নন।
বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে কানেকটিকাট অঙ্গরাজ্যের কুইনিপিয়াক ইউনিভার্সিটির একটি জরিপের বরাত দিয়ে একথা জানিয়েছে সিএনএন।
এই জরিপ অনুসারে, ৮০ শতাংশ কৃষ্ণাঙ্গ, ৫৫ শতাংশ হিস্পানিক, ৫৫ শতাংশ পুরুষ এবং ৫৯ শতাংশ নারী ভোটার মনে করেন ট্রাম্প একজন বর্ণবাদী।
অন্যদিকে ১১ শতাংশ কৃষ্ণাঙ্গ, ৪৪ শতাংশ হিস্পানিক, ৪১ শতাংশ পুরুষ এবং ৩৬ শতাংশ নারী ভোটার মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বর্ণবাদী নন।
কানেকটিকাটের হ্যামডেন শহরে অবস্থিত বিশ্ববিদ্যালয়টি বৃহস্পতিবার এক বিবৃতিতে জরিপটির ফলাফল প্রকাশ করে।
---------------------------------------------------------------------
আরও পড়ুন : ওসামা বিন লাদেনের ছেলে মারা গেছেন
---------------------------------------------------------------------
মজার বিষয় হলো এই ফলাফল ট্রাম্পের জন্য খুব একটা হতাশার নয়। কারণ তাকে বর্ণবাদী মনে করা লোকের সংখ্যা খুব বেশি বাড়েনি।
গত বছরের গ্রীষ্মে পরিচালিত বিশ্ববিদ্যালয়টির জরিপে ফলাফলে দেখা যায়, ৪৯ শতাংশ ভোটার ট্রাম্পকে বর্ণবাদী মনে করেন।
অবশ্য গত বছরের এই জরিপে অংশগ্রহণকারী ভোটারদের ৪৭ শতাংশ জানান, তাদের মতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বর্ণবাদী নন।
গণমাধ্যমটিতে প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়, ট্রাম্পের বিরোধীদের কাছে এই জরিপের ফলাফল নিশ্চয় বিস্ময়কর নয়।
কিন্তু এটি কোনও সাধারণ বিরোধিতা নয়। কারণ দেশের বেশির ভাগ ভোটার বলছে তাদের প্রেসিডেন্ট একজন বর্ণবাদী।
কে
মন্তব্য করুন