পর্যটন খাত বিকশিত করতে শ্রীলঙ্কায় অন অ্যারাইভাল ভিসা
পর্যটন খাতকে বিকশিত করতে অন অ্যারাইভাল ভিসা চালু করতে যাচ্ছে শ্রীলঙ্কা। ফলে ভিসা সংক্রান্ত বিভিন্ন জটিলতা ছাড়াই দেশটিতে ভ্রমণ করা যাবে। বিশ্বের প্রায় ৫০টি দেশ এই সুবিধা পাবে।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ইস্টার সানডেতে (২১ এপ্রিল) শ্রীলঙ্কার একটি বিলাসবহুল হোটেলে সন্ত্রাসী হামলায় ২৫০ জন মারা যায়। এর মধ্যে ৪২ জন ছিল বিদেশি। ওই হামলার পর থেকেই দেশটিতে পর্যটক আসা কমে গেছে।
হিসাব বলছে, মে মাসে বিদেশি পর্যটকদের পরিমাণ ৭০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। এক দশক আগে শ্রীলঙ্কার গৃহযুদ্ধের পর এই প্রথম এমন অবস্থার তৈরি হলো।
সরকারি নথির বরাত দিয়ে রয়টার্স জানায়, পর্যটকদের জন্য অন অ্যারাইভাল ভিসা চালুতে সম্মতি জানিয়েছে দেশটির মন্ত্রীপরিষদ। এই সুবিধা ভারত, চীন, যুক্তরাজ্যসহ আরও ৪৮টি দেশ পাবে। অনেক গণমাধ্যমে বলা হয়েছে, বাংলাদেশও এই সুবিধার আওতায় রয়েছে।
অন অ্যারাইভাল ভিসা সম্পর্কে শ্রীলঙ্কার পর্যটন উন্নয়ন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এই সুযোগ ছয় মাসের জন্য চালু থাকবে। পরবর্তীতে দেশটির সরকার ভিসা থেকে হারানো রাজস্বের পরিমাণ হিসাব করবে।
আরও পড়ুন
ডি/
মন্তব্য করুন