• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

কাশ্মীর পরিস্থিতিতে উদ্বিগ্ন কংগ্রেস, পাঠাতে চায় প্রতিনিধিদল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ আগস্ট ২০১৯, ০৯:৩৪
কাশ্মীর কংগ্রেস উদ্বেগ
কাশ্মীর পরিস্থিতিতে উদ্বিগ্ন কংগ্রেস

জম্মু-কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় জাতীয় কংগ্রেস। বিরোধী দলগুলোর প্রতিনিধিদের সেখানে যাওয়ার অনুমতি দেয়ার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছে তারা।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে ৩৭০ ধারা বাতিলের প্রেক্ষিতে জম্মু-কাশ্মীরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে এই সংক্রান্ত একটি প্রস্তাবও গৃহীত হয়েছে।

ওই প্রস্তাবে কাশ্মীরের নেতাদের গ্রেফতার ও গৃহবন্দী করে রাখা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে কেন্দ্র স্বচ্ছতা বজায় রাখছে না বলেও অভিযোগ কংগ্রেসের।

এর আগে ওয়াৰ্কিং কমিটির বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাশ্মীর ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেন রাহুল গান্ধী। তিনি জানান, কাশ্মীরে অশান্তির খবর পাওয়া যাওয়ায় এ বিষয়ে ধীরতা রেখে চলেছে কংগ্রেস। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর ও লাদাখে কী চলছে, সে বিষয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেন তিনি।

আরও পড়ুন

ডি/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মব ভায়োলেন্সে মৃত্যু নিয়ে উদ্বেগ, পুলিশের বাড়তি সতর্কতা
জম্মু ও কাশ্মীর বিধানসভায় ৩৭০ অনুচ্ছেদ ফেরানোর প্রস্তাবে ধস্তাধস্তি
মার্কিন নির্বাচন: কংগ্রেসে প্রথম রূপান্তরকামী সদস্য
২৯ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন বাতিল, সিপিজের উদ্বেগ