• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

জাকির নায়েক ক্ষতিকর কিছু করলে স্থায়ী নাগরিকত্ব বাতিল: মাহাথির

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ আগস্ট ২০১৯, ১৬:৩১
জাকির নায়েক, মাহাথির মোহাম্মদ
ফাইল ফটো (ইন্ডিয়া টুডে থেকে নেয়া)

ভারতীয় ধর্মপ্রচারক জাকির নায়েক ক্ষতিকর কিছু করেছেন প্রমাণিত হলে তার স্থায়ী নাগরিকত্বের (পিআর) মর্যাদা বাতিল করা হতে পারে বলে জানালেন দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

তিনি শুক্রবার সাংবাদিকদেরকে এ কথা জানান বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম মালয় মেইল। মাহাথির মোহাম্মদ জানান, সরকার প্রথমে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করবে।

জাকিরের বিরুদ্ধে মালয়েশিয়ার সংখ্যালঘুদের উদ্দেশে উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগ উঠেছে। দেশটির পুলিশ এই অভিযোগ তদন্ত করছে।

জাকিরের কথা উল্লেখ করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, তার পিআর আছে। যদি তিনি এই দেশের জন্য ক্ষতিকর কিছু করেন, তবে আমরা তার পিআর কেড়ে নিতে পারি।

তিনি বলেন, পুলিশ এই মুহূর্তে তিনি ক্ষতিকর কিছু করেছেন নাকি করেননি তা খতিয়ে দেখছে। যদি তিনি ক্ষতিকর কিছু করে থাকেন, তবে তার পিআর কেড়ে নেয়া আমাদের জন্য আবশ্যক।

মাহাথির মোহাম্মদ আরও বলেন, আমরা অবশ্যই তাকে সাম্প্রদায়িকতা সৃষ্টিকারী বক্তব্য প্রদান থেকে বিরত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবো।

আরও পড়ুন

কে/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতীয় জেলেদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ভিত্তিহীন-বানোয়াট: পররাষ্ট্র মন্ত্রণালয়
শেখ হাসিনার ফেরতের বিষয়ে ভারত নিশ্চুপ
ভারতে এইচএমপি ভাইরাস শনাক্ত, হিলি স্থলবন্দরে নেই সতর্কতা
শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত