• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা, নিহত ৬৩

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ আগস্ট ২০১৯, ১০:৫৮
বিয়ের অনুষ্ঠানে বিস্ফোরণ
আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে বিস্ফোরণ

আফগানিস্তানের রাজধানী কাবুলের পশ্চিমাঞ্চলে এক বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৮০ জনের বেশি।

বিবিসি জানায়, স্থানীয় সময় শনিবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে নগরীর পশ্চিমের শিয়া মুসলমান অধ্যুষিত এলাকায় একটি কমিউনিটি হলে ওই হামলা হয়।

এই হামলার কয়েক ঘণ্টা পর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়।

একাধিক সূত্র ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে দেশটির গণমাধ্যম টোলো নিউজ জানায়, বিস্ফোরণের সময় হলটিতে অনেক মানুষ ছিল। তাই হতাহতের সংখ্যা অনেক হতে পারে।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন হলে যুদ্ধ চলবে: তালেবান
---------------------------------------------------------------------

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হওয়া ফুটেজে ওয়েডিং হলের বাইরে নারীদেরকে চিৎকার করতে দেখা গেছে। তারা বিস্ফোরণের ঘটনায় তারা হতবাক।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নুসরাত রাহিমি যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, বিস্ফোরণের কারণ সম্পর্কিত কোনও তথ্য পাওয়া যায়নি।
তালেবান এবং ইসলামিক স্টেট গ্রুপের স্থানীয় শাখা রাজধানীতে একাধিক হামলা চালাচ্ছে বলেও উল্লেখ করেন আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়