• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

মোদির কাছে কাশ্মীর একীভূতকরণের ব্যাখ্যা চেয়েছে মার্কিন আদালত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ সেপ্টেম্বর ২০১৯, ১০:০২
নরেন্দ্র মোদি, কাশ্মীর, মার্কিন আদালত
ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে জম্মু-কাশ্মীর রাজ্যকে ভারতের সঙ্গে একীভূত করে নেয়ার কারণ এবং সেখানে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের ব্যাখ্যা চেয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। আদালত বলেছে, আগামী ২১ দিনের মধ্যে নরেন্দ্র মোদিকে এই অভিযোগের ব্যাখ্যা দিতে হবে।

কাশ্মীর খালিস্তান রেফারেন্ডাম ফ্রন্ট অভিযোগ দায়ের করলে টেক্সাসের হিউস্টোন জেলা আদালতের পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হলো। আগামী ২২ সেপ্টেম্বর টেক্সাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি যৌথ সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে।

খালিস্তান ফ্রন্ট তাদের অভিযোগে বলেছে যে, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার গত ৫ আগস্ট কাশ্মীর দখল করে নিয়েছে এবং আন্তর্জাতিক সব আইন লঙ্ঘন করেছে। খালিস্তান ফ্রন্টের অভিযোগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি নেতা কানওয়াল জিৎ সিং-কেও এই অবৈধ দখলদারিত্ব ও ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর ভারত সরকার সেখানে নজিরবিহীন দীর্ঘমেয়াদী কারফিউ জারি করে রেখেছে। এছাড়া সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, নাগরিকদের মৌলিক অধিকার দিতে অস্বীকৃতি, জোর করে অবৈধভাবে কাশ্মীরের বহু নাগরিককে আটক, তাদের উপরে ব্যাপক নির্যাতন এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাশ্মীরে ভারতীয় তিন সৈন্য নিহত
মার্কিন আদালতে ভারতীয় ধনকুবের আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মার্কিন আদালতে গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ ও প্রতারণার অভিযোগ 
জম্মু ও কাশ্মীর বিধানসভায় ৩৭০ অনুচ্ছেদ ফেরানোর প্রস্তাবে ধস্তাধস্তি