• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

ভারতে আবারও প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ অক্টোবর ২০১৯, ০৯:০৯
ভারতীয় বিমান
ছবি: সংগৃহীত

ভারতের হায়দরাবাদের কাছে বিকারাবাদ জেলায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, রোববারের এ ঘটনায় দুজন ট্রেইনি পাইলট নিহত হয়েছেন।

খবরে বলা হয়েছে, হায়দরাবাদ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে সুলতান গ্রামে তুলা জমির ওপর দিয়ে ট্রেইনিংয়ের সময় দুপুরের দিকে বিমানটি বিধ্বস্ত হয়।

ওই প্রশিক্ষণার্থীদের মধ্যে একজন নারীও ছিলেন। একজনের নাম প্রকাশ বিশাল বলে জানা গেছে।

নিহত হওয়া ওই দুজনই রাজীব গান্ধী অ্যাভিয়েশন অ্যাকাডেমির শিক্ষার্থী ছিলেন। বিমানটি হায়দরাবাদের বেগমপেট বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এবং প্রশিক্ষণ করছিল।

বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে বেশ কয়েকবার পাক খায়। তাই ধারণা করা হচ্ছে, বিমানের পাইলট এটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন।

পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং ওই এলাকা ঘিরে রাখে। অ্যাভিয়েশন অ্যাকাডেমির কর্মকর্তারাও পরে ঘটনাস্থল পরিদর্শনে যান।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্রিকেটের মূল শাসক ভারত, আইসিসি দর্শক
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর চিঠি নিয়ে যা জানাল ভারত
ভারতে ৮ বাংলাদেশি আটক
ডাক মারার রেকর্ডে ভারতের সূর্যকুমারের সঙ্গী পাকিস্তানের শফিক