• ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১
logo

আফগান সেনাবাহিনীর বাস লক্ষ্য করে বোমা হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ অক্টোবর ২০১৯, ১৩:২৬
আফগানিস্তান বাস বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগরহার প্রদেশে সোমবার একটি বোমা হামলার ঘটনায় এক শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছে। একজন প্রাদেশিক কর্মকর্তা বলেছেন, সেনাবাহিনীতে নতুন যোগ ব্যক্তিদের বহনকারী একটি মিনিবাস লক্ষ্য করে ওই বোমা হামলা চালানো হয়।

নানগরহার প্রদেশের গভর্নরের একজন মুখপাত্র আতাউল্লাহ খোগইয়ানি বলেছেন, জালালাবাদ শহরে ওই হামলার ঘটনায় আরও ২৭ জন আহত হয়েছে।

একটি রিকশার ভেতর ওই বোমাটি রাখা ছিল এবং যখন সেনাসদস্যদের বহনকারী ওই বাসটি সামনে তখন বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

খোগইয়ানি বলেন, আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি বলেন, প্রথম বোমার বিস্ফোরণের পর ওই এলাকায় আরও দুটি বোমা সফলভাবে নিষ্ক্রিয় করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

এদিকে কেউই এই হামলার দায় স্বীকার করেনি। কিন্তু অস্থিতিশীল নানগরহার প্রদেশে তালেবান এবং ইসলামিক স্টেট গ্রুপ সক্রিয়।

সাম্প্রতিক সময় আফগানিস্তান বোমা হামলার পরিমাণ বেড়ে গেছে। বিশেষ করে গত মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর সহিংসতার পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চ্যাম্পিয়নস ট্রফির জন্য শক্তিশালী দল ঘোষণা আফগানিস্তানের
চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানিস্তান ম্যাচ বয়কটের আহ্বান ব্রিটিশ রাজনীতিবিদদের
‘আফগানিস্তানে এনজিওতে নারীদের নিষিদ্ধ করা সম্পূর্ণ ভুল’
এবার পাকিস্তানে হামলা চালাল আফগানিস্তান, নিহত ১৯