ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

আফগানিস্তানে মসজিদে ভয়াবহ বোমা হামলায় নিহত ৬২

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

শনিবার, ১৯ অক্টোবর ২০১৯ , ০৯:০০ এএম


loading/img
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের নানগারহার প্রদেশের একটি মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ৬২ জন নিহত এবং আরও শতাধিক ব্যক্তি আহত হয়েছে। গতকাল শুক্রবার জুমআ’র নামাজের সময় প্রদেশের হাসকা মিনা জেলায় এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি বলেছেন, মসজিদে একাধিক বিস্ফোরণ ঘটেছে। আগে থেকেই মসজিদে কে বা কারা কয়েকটি বোমা পেতে রেখেছিল। বিস্ফোরণে মসজিদের ছাদ পুরোপুরি ধসে পড়েছে।  এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে ওই প্রদেশে জঙ্গিগোষ্ঠী তালেবান ও আইএস (দায়েশ) সক্রিয় রয়েছে।

বোমা বিস্ফোরণের সময় ওই মসজিদটির ভেতর প্রায় ২৫০ জন লোক ছিল বলে ধারণা করা হচ্ছে। শক্তিশালী ওই বিস্ফোরণের পর মসজিদের অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং এর ছাদ ধসে যায়।

বিজ্ঞাপন

এদিকে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নানগারহার প্রাদেশিক পরিষদের একজন সদস্য সোহরাব কাদেরি।

অন্যদিকে বৃহস্পতিবার জাতিসংঘ আফগানিস্তানে সহিংসতা সম্পর্কে নতুন এক প্রতিবেদনে জানিয়েছে, গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে নজিরবিহীন বেসামরিক লোক নিহত বা আহত হয়েছেন।

দেশটিতে অস্থিতিশীলতার জন্য আইএস এবং তালেবানের মতো সরকারবিরোধী জঙ্গি গোষ্ঠীগুলোই বেশি দায়ী বলে জাতিসংঘ জানিয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |