কঙ্গোতে বাস দুর্ঘটনায় নিহত ৩০ আহত ১৬
মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে বাস দুর্ঘটনায় কমপক্ষে ৩০ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা।
রোববার দেশটির পশ্চিমাঞ্চলীয় এমবানজা-এনগুনগু শহরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।
দেশটির প্রেসিডেন্টের প্রধান কর্মকর্তা ভিতাল কামেরহে হতাহতের সংখ্যা নিশ্চিত করে জানান, এই দুর্ঘটনার জন্য জাপান সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট।
তিনি এক বিবৃতিতে বলেন, জাপানের সম্রাটের রাজ্যাভিষেকে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছিলেন ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর প্রেসিডেন্ট।
শহরটির প্রশাসনিক কর্মকর্তা দিদিয়ের এনসিম্বার বরাত দিয়ে রেডিও ওকাপি জানায়, বাসটি ব্রেক ফেল করায় এই দুর্ঘটনা ঘটেছে। এর পরেই বাসটিতে আগুন ধরে যায়।
ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে সড়ক দুর্ঘটনা একটি সাধারণ বিষয়। গত মাসেও দেশটির পশ্চিমাঞ্চলে বাস দুর্ঘটনায় ২৫ জন নিহত হন।
আরও পড়ুন
কে/সি
মন্তব্য করুন