• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

চীনে বিশ্বের সবচেয়ে বড় মশার সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ অক্টোবর ২০১৯, ১৩:৪৪
হলোরুশিয়া মিকাডো
ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বড় মশার সন্ধান মিলেছে চীনে। দেশটির সিচুয়ার প্রদেশে ওই মশার সন্ধান পায় গবেষকরা। বিশ্বের সবচেয়ে বড় এই মশার প্রতিটি পাখার দৈর্ঘ্য ১১ দশমিক ১৫ সে.মি.।

ওই আবিষ্কারের পর পশ্চিম চীনের পতঙ্গ মিউজিয়ামের প্রধান জাও লি বলেন, এটি বিশ্বের সবচেয়ে বড় প্রজাতির মশা। এটা হলোরুশিয়া মিকাডো প্রজাতির। তিনি বলেন, একটি মাঠে ভ্রমণের সময় মশাটিকে অবিষ্কার করা হয়। এরপর মশাটিকে পতঙ্গ জাদুঘরে নিয়ে আসা হয়।

জাও লি আরও বলেন, এই প্রজাতির মশা রক্ত খায় না। তারা খুব কম দিন বেঁচে থাকে। মূলত ফুলের রস হলো এদের মূল খাবার। এছাড়া পানি খেয়েও ওরা জীবনধারণ করে থাকে। বিশ্বে হাজার হাজার প্রজাতির মশা রয়েছে। এদের মধ্যে মাত্র ১০০ প্রজাতির মশা রক্ত পান করে জীবন ধারণ করে।

উল্লেখ্য, ১৮৭৬ সালে জাপানে জন ওবাদিয়া এই হলোরুশিয়া মিকাডো প্রজাতির মশা প্রথম আবিষ্কার করেন। ওই মশার পাখার দৈর্ঘ্য সাধারণত ৮ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে।

আরও পড়ুন

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরটিভিতে আজ (১৭ ডিসেম্বর) যা দেখবেন
বাংলাদেশের সঙ্গে চীন-পাকিস্তানের মতো সম্পর্ক চায় না ভারত: জয়শঙ্কর
ঘুষ কেলেঙ্কারিতে চীনের ফুটবলারের ২০ বছর কারাদণ্ড
ভারতের পাশাপাশি চীন-রাশিয়া থেকেও গুজব ছড়ানো হচ্ছে: শফিকুল আলম