• ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১
logo

দার্জিলিংয়ে ১০ কিলোমিটার জগিং করলেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ অক্টোবর ২০১৯, ২৩:০৬
ভারত, মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের গণমাধ্যম এনডিটিভি

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন ট্রেডমিলে হাঁটেন। কিন্তু বৃহস্পতিবার তাকে দার্জিলিংয়ে ১০ কিলোমিটার জগিং করতে দেখা গেল। খবর দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম এনডিটিভির।

এসময় তার সঙ্গে ছিলেন অনুসারী ও সাংবাদিকরা। এই জগিংয়ের উদ্দেশ্য সংরক্ষণের ব্যাপারে সচেতনতা বাড়ানো। তবে তিনি এই সময়েও নজর রেখেছেন মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা নির্বাচনের দিকে।

এই ৬৪ বছরের তৃণমূল নেত্রী এদিন আন্তর্জাতিক জলবায়ু কর্ম দিবস উপলক্ষে কার্সিয়াং থেকে মহানদী অঞ্চলের পাঁচ কিলোমিটার অঞ্চলটিতে নেমে এসে আবার ওপরে উঠে যান। তিনি এসময় স্থানীয়দের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করেন এবং জলবায়ু ও সবুজ সংরক্ষণ নিয়ে কথা বলেন।

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে সবাইকে সচেতন করেন। তিনি বলেন, দিবসটি উপলক্ষে পরিবেশ সংরক্ষণ করে পৃথিবীকে টিকিয়ে রাখতে সব ধরনের চেষ্টা চালানোর বিষয়ে আমাদের প্রতিশ্রুতিবদ্ধ হওয়া উচিত। সবুজ বাঁচান, পরিষ্কার থাকুন।

তার এই জগিংয়ে অংশগ্রহণ করা এক সাংবাদিক জানান, ফেরার পথে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জগিংয়ের পাশাপাশি কিছুটা হেঁটেও যান। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সন্ধ্যায় দার্জিলিং থেকে কলকাতায় চলে আসেন।

কে/এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একনজরে ভারত ছাড়া বাকি ৭ দেশের চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড
চুক্তি মেনেই সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে: ভারত
ডলারের বিপরীতে ভারতীয় রুপির দরপতন অব্যাহত 
প্রতিবেশীদের মধ্যে বিদ্বেষ ভালো ফল আনবে না: ভারতীয় সেনাপ্রধান