• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

‘তারা দুজন শুধুই ফ্রেন্ড, অন্য কিছু না’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ অক্টোবর ২০১৯, ১৯:০৬
‘তারা দুজন শুধুই ফ্রেন্ড, অন্য কিছু না’
ফাইল ছবি

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে মার্কিন অভিনেত্রী ও গায়িকা লিন্ডসে লোহানের সম্পর্কটা শুধুই বন্ধুত্বের। এর মাঝে অন্য কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছেন আমেরিকান এই তারকার বাবা মাইকেল লোহান। সম্পর্কটিকে ‘হৃদয়ঘটিত’ বলে মিডিয়ায় অহেতুক রঙ দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

নিউইয়র্ক পোস্টের সঙ্গে আলাপকালে মাইকেল লোহান তার মেয়ের সঙ্গে মোহাম্মদ বিন সালমানের কোনও ধরনের ‘রোমান্টিক সম্পর্ক’ থাকার কথা অস্বীকার করেন। তার দাবি, দু’জনের মধ্যে শ্রদ্ধার সম্পর্ক রয়েছে, আর কিছু নয়।

সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ওরা দু’জন কেবলই বন্ধু। মধ্যপ্রাচ্যে লিন্ডসের অনেক বন্ধু আছে, কারণ সে প্রায়ই ওখানে যায়।

৩৪ বছর বয়সী মোহাম্মদ বিন সালমান ৩৩ বছর বয়সী লিন্ডসে’কে একটি ক্রেডিট কার্ডসহ বিভিন্ন উপহার দিয়েছেন এমন খবর ছড়ায় কয়েক মাস আগেই। এর পরিপ্রেক্ষিতে গত আগস্টে লিন্ডসের এক প্রতিনিধি দাবি করেন, আমেরিকান তারকার সঙ্গে সৌদি যুবরাজের কোনো রোমান্টিক সম্পর্ক নেই। দু’জনের মধ্যে কোনো ক্রেডিট কার্ডও বিনিময় হয়নি।

দু’জনের দেখা করার বিষয়ে মাইকেল বলেন, মোহাম্মদ বিন সালমানের সঙ্গে লিন্ডসে দেখা করেছে মধ্যপ্রাচ্যে তার কিছু কাজের জন্যই। সে (লিন্ডসে) ওই অঞ্চলের মানুষকে, বিশেষ করে শরণার্থীদের সাহায্যার্থে কাজ করছে।

দু’জনের মধ্যে শ্রদ্ধার সম্পর্ক রয়েছে, এতে কামনা-বাসনার কিছু নেই। এর চেয়ে বেশি কিছু নেই।

২০১৭ সালের জুনে ক্রাউন প্রিন্সের আসনে আসীন হওয়া মোহাম্মদ বিন সালমানই হবেন সৌদি রাজত্বের পরবর্তী বাদশাহ। বর্তমানে সালমান বিন আবদুল আজিজ আল সৌদ বাদশাহ হলেও সৌদি সরকার ক্রাউন প্রিন্সই পরিচালনা করেন বলে মনে করা হয়।

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে ৬ চাঁদাবাজ গ্রেপ্তার
সৌদি আরবে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত
ফের চট্টগ্রামে আসছে সেই পাকিস্তানি জাহাজ, এবার যেসব পণ্য থাকতে পারে
ট্রাইব্যুনালে গুমের অভিযোগ জমা দিলেন মাইকেল চাকমা