• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

চীনে তৈরি শত শত ড্রোন উড্ডয়ন স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ নভেম্বর ২০১৯, ১১:৪৫
ড্রোন
ছবি সংগৃহীত

মার্কিন স্বরাষ্ট্র বিভাগ চীনে তৈরি শত শত চালকহীন বিমান বা ড্রোনের উড্ডয়ন বন্ধ করে দিয়েছে। মার্কিন জাতীয় নিরাপত্তা বিষয়ে কথিত উদ্বেগের কারণে ড্রোনের এ বিশাল বহরকে উড়তে দেয়া হয়নি।

প্রযুক্তিখাতে যখন মার্কিন-চীন টানাপড়েন তুঙ্গে তখন এ সিদ্ধান্ত নিলো যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র বিভাগ। এ বিভাগের ঘোষণায় বলা হয়েছে, তাদের চালকহীন বিমান বহরে চীনে তৈরি বা চীনা যন্ত্রাংশ রয়েছে এমন সব ড্রোনকে আকাশে উড়তে দেয়া হবে না। চালকহীন বিমান সংক্রান্ত পর্যালোচনার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়ার কথাও ঘোষণা করা হয়।

পাশাপাশি জানানো হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে চালকহীন বিমানকে উড়তে না দেয়ার সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন করা হবে না। এতে বলা হয়েছে, উদ্ধার বা আগুন নেভানোর মতো জরুরি কাজে বর্তমানে ব্যবহৃত ড্রোন এ সিদ্ধান্তের আওতায় আসবে না।

গত বছর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, সে সময়ে এ বিভাগের আওতায় ৫৩১টি ড্রোন ছিল। কিন্তু মার্কিন এ বিভাগের ড্রোন কর্মসূচির সঙ্গে পরিচিত একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, বর্তমানে বিভাগটির কাছে ৮১০ চালকহীন বিমানের একটি বহর আছে। এর মধ্যে মাত্র ২৪টি যুক্তরাষ্ট্রে তৈরি। অবশ্য এ সব ড্রোনেও চীনা যন্ত্রাংশ রয়েছে বলে উল্লেখ করা হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে পুরস্কৃত মডেল নিবিড় আদনান
ট্রাম্পের বিরুদ্ধে গুরুতর মামলা খারিজ
ইন্ডাস্ট্রিয়াল রোবট ব্যবহারে জার্মানিকে পেছনে ফেলল চীন, শীর্ষে দ. কোরিয়া
আদানির সঙ্গে বড় চুক্তি বাতিল করল কেনিয়া