ঢাকাবুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

চিংড়ি ঘেরে মিললো ছাত্রলীগ নেতার মরদেহ

আরটিভি অনলাইন রিপোর্ট, সাতক্ষীরা

মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০১৭ , ১২:৪৩ পিএম


loading/img

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম ইমনের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মুরাদ ও বিপ্লব নামের দুজনকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকালে সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের আমতলা বিলের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ইমন সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার শেখ ইকবাল হাসানের ছেলে। তিনি খুলনা কমার্স কলেজে ব্যবস্থাপনা বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন।

সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর জানান, বিলের ঘেরে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইমনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে ইমনকে শ্বাসরোধ করে হত্যার পর তার মরদেহ এখানে ফেলে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

ইমনের পরিবার জানায়, সোমবার রাতে বাড়িতেই ছিলেন ইমন। তবে কখন এবং কীভাবে বাড়ির বাইরে গেছেন তা কেউ জানে না। সকালে জানা যায় ঘেরে ইমনের লাশ পড়ে আছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ইমনের শরীরে আঘাতের চিহ্ন না থাকলেও তার মুখে রক্ত দেখা গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, লাশের সঙ্গে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়।

বিজ্ঞাপন

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |