• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

বিমানে আগুন, অল্পের জন্য রক্ষা জাপানি প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ নভেম্বর ২০১৯, ১৭:০৪
জাপান, শিনজো আবে
সংগৃহীত

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে আসিয়ান সম্মেলনে যোগদান করতে রোববার বিমানে টোকিও থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশে রওনা হন। উড্ডয়নের এক ঘণ্টার মধ্যেই বিমানটিতে আগুন লেগে যায়। অল্পের জন্য রক্ষা পেয়েছেন জাপানি প্রধানমন্ত্রী।

সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে জাপানের সংবাদ সংস্থা জিজি প্রেস ও কিয়োডো নিউজের বরাত দিয়ে এসব কথা জানিয়েছে ভারতের গণমাধ্যম সংবাদ প্রতিদিন।

জানা গেছে, ব্যাংককের উদ্দেশে টোকিও থেকে বোয়িং 777-300ER বিমানে ওঠেন শিনজো অ্যাবে। প্রায় এক ঘণ্টা উড্ডয়নের পর আগুন লাগার কথা ঘোষণা করা হয়। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে বিমানের কর্মীরা।

---------------------------------------------------------------
আরো পড়ুন: অবৈধদের চিহ্নিত করা প্রয়োজন: ভারতের প্রধান বিচারপতি
---------------------------------------------------------------

তদন্তে জানা গেছে, বিমানটির কিচেনের একটি ওভেন থেকে আগুনের সূত্রপাত হয়। কোনও কারণে ওভেনটিতে শর্টসার্কিট হয়ে আগুন ধরে যায়। এটি থেকে ধোঁয়া বের হতে দেখে দ্রুত ছুটে যান বিমানের কর্মীরা।

আরও জানা গেছে, বিমানে থাকা অগ্নিনির্বাপণ যন্ত্র থেকে ফোম স্প্রে করে মুহূর্তের মধ্যে দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়। জিজি প্রেস ও কিয়োডো নিউজের ১০ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়।

উল্লেখ্য, রোববার থেকে ব্যাংককে শুরু হয়েছে আসিয়ান সম্মেলন।

কে/সি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামির সতর্কতা জারি
মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি
জাপানের সঙ্গে প্রথম মুক্ত বাণিজ্য চুক্তি করছে বাংলাদেশ
বাংলাদেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৩৮ কোটি টাকা অনুদান জাপানের