• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

ককপিটে নারী যাত্রী বসায় চীনা পাইলটকে আজীবন বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ নভেম্বর ২০১৯, ১৭:২৮
চীন, পাইলট
যুক্তরাজ্যের গণমাধ্যম ডেইলি মেইল

দক্ষিণ চীনের গুয়াংশি ঝুয়াং অটোনোমাস রিজিওনের এয়ার গুইলিনের এক প্লেন ক্যাপ্টেনকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

প্রায় দশ মাস আগে একটি ফ্লাইট চলাকালে একজন নারী যাত্রীকে ককপিটে বসতে দেয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে। খবর চীনের সংবাদ সংস্থা সিনহুয়ার।

চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে রোববার ভাইরাল হওয়া একটি ছবিতে এক প্যাসেঞ্জার প্লেনের ককপিটের ভেতরে ইউনিফর্ম ছাড়া একজন নারীকে বসে থাকতে দেখা যায়।

ছবিটিতে দেখা যায়, এই নারী ভি-সাইন দেখাচ্ছেন। এটি পোস্ট করে ক্যাপশনে চীনা ভাষায় লেখা হয়, এই ক্যাপ্টেনকে অনেক ধন্যবাদ।

এয়ার গুইলিনের মতে, চলতি বছরের শুরুতে এয়ারলাইনটির গুইলিন শহর থেকে পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের ইয়াংঝৌ শহরগামী GT1011 ফ্লাইটে এই ঘটনা ঘটে।

এয়ারলাইনটি জানায়, পরিচালন প্রক্রিয়া ও বিধিমালা লঙ্ঘন করেছেন এই ক্যাপ্টেন এবং এমন ঘটনা যেন আর না ঘটে সেজন্য দরকারি পদক্ষেপ নেয়া হয়েছে।

এই ক্যাপ্টেনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। তবে ফ্লাইটটির অন্য কর্মীদের বিরুদ্ধে কোম্পানিটি আবার তদন্ত করে তাদেরকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করবে।

কে/সি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইন্ডাস্ট্রিয়াল রোবট ব্যবহারে জার্মানিকে পেছনে ফেলল চীন, শীর্ষে দ. কোরিয়া
মহিপুরে ইউনিয়ন শ্রমিকদল সভাপতিকে বহিষ্কার 
আরটিভিতে আজ (১৯ নভেম্বর) যা দেখবেন
হাতিরঝিল থানার বিএনপি নেতা মামুন বহিষ্কার