• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলার মুক্তি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ নভেম্বর ২০১৯, ১৮:৫৩
ব্রাজিল, লুলা
সংগৃহীত

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা দেড় বছর পর শুক্রবার কারাগার থেকে মুক্তি পেয়েছেন। খবর ফ্রান্সের সংবাদ সংস্থা এএফপির।

দক্ষিণ ব্রাজিলের কুরিটিবা শহরের ফেডারেল পুলিশ সদর দপ্তর থেকে বেরিয়ে আসার সময় লুলাকে বেশ উত্তেজিত দেখা যায়।

এসময় কয়েক শ’ সাংবাদিক তাকে ঘিরে ধরে। তিনি তার বক্তব্যে দেশের গরিব মানুষদের জন্য লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

এছাড়া দেশটির বর্তমান প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর আর্থিক নীতিমালার কঠোর সমালোচনা করেন এই ৭৪ বছর বয়সী রাজনীতিক।

দেশটির এই সাবেক প্রেসিডেন্টকে দ্রুত মুক্তি দিতে তার আইনজীবীরা আবেদন করার কয়েক ঘণ্টা পরই তিনি কারাগার থেকে মুক্তি পান।

---------------------------------------------------------------
আরো পড়ুন: যুক্তরাজ্যে লরি থেকে উদ্ধার মৃতদের নাম প্রকাশ
---------------------------------------------------------------

গত বছরের এপ্রিল থেকে বন্দি ছিলেন লুলা। দুর্নীতি ও অর্থপাচার করার দায়ে এক মামলায় তাকে নয় বছরের কারাদণ্ড দেয়া হয়।

বৃহস্পতিবার দেশটির সর্বোচ্চ আদালত তার বিরুদ্ধে দেয়া নিম্ন আদালতের কারাদণ্ড খারিজ করে দেন। এই মামলার কয়েক হাজার আসামির একজন লুলা।

তার পক্ষে দেশটির সর্বোচ্চ আদালতের দেয়া এই রায়ের সুবিধা মামলাটির অন্য আসামিরাও পেতে পারেন বলে মনে করছে অনেকেই।

কে/সি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিলে বাস খাদে পড়ে নিহত ২৩
ব্রাজিলকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা
ব্রাজিল ফুটবলের সভাপতি হতে চান রোনালদো
এবার ইকুয়েডরকে নিয়ে সেভেনআপ গল্প তৈরি আর্জেন্টিনার