বুলবুল আতঙ্কে কলকাতায় বিমান চলাচল বন্ধ
ঘূর্ণিঝড় বুলবুলের আতঙ্কে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা বিমানবন্দরে শনিবার সন্ধ্যা ছয়টা থেকে রোববার ভোর ছয়টা পর্যন্ত বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম এনডিটিভি।
এর ফলে নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক শ’ বিমান যাত্রী আটকা পড়েছেন বলেও উল্লেখ করেছে গণমাধ্যমটি।
বেসরকারি বিমান পরিবহন সংস্থা স্পাইসজেট টুইট বার্তায় জানায়, সংস্থাটি রোববার পর্যন্ত কলকাতা ও সব জায়গায় বিমান বাতিল করায় টিকিটের পুরো টাকা ফেরত দেবে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট বার্তায় বলেন, বাংলার ওপর দিয়ে বয়ে যেতে চলেছে ঘূর্ণিঝড় বুলবুল। আমাদের রাজ্য প্রশাসন পরিস্থিতির দিকে সারাক্ষণ নজর রাখছে।
তিনি বলেন, আমরা যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত। পরিস্থিতি মোকাবিলায় বিশেষ কন্ট্রোল রুম বসানো হয়েছে। এনডিআরএফ-এসডিআরএফ দলও মোতায়েন করা হয়েছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের স্কুল ও কলেজসহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। উপকূলীয় অঞ্চলের এক লাখ ২০ হাজারের বেশি জনকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে।
তিনি রাজ্যবাসীর উদ্দেশে বলেন, দয়া করে আতঙ্কিত হবেন না। দয়া করে শান্ত থাকুন এবং উদ্ধার ও ত্রাণকাজে প্রয়োজনে প্রশাসনকে সহযোগিতা করুন। সজাগ থাকুন, সতর্ক এবং নিরাপদ থাকুন।
আরো পড়ুন
কে/সি
মন্তব্য করুন