• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রে বিক্রি হচ্ছে গোবরের কেক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ নভেম্বর ২০১৯, ১৯:১৩
যুক্তরাষ্ট্র, ভারত
ভারতের গণমাধ্যম এনডিটিভি

ভারতের সাংবাদিক সমর হলরংকর সোমবার এক টুইটার পোস্টে যুক্তরাষ্ট্রের একটি দোকানে গোবরের কেক বিক্রি হওয়ার কথা জানিয়েছেন। খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির।

তিনি এই পোস্টে দোকানটি থেকে তোলা এক প্যাকেট গোবরের কেকের ছবি সংযুক্ত করে লেখেন, আমার কাজিন এটি আমাকে দিয়েছে। নিউ জার্সির এডিসনের একটি মুদি দোকানে মাত্র ২.৯৯ ডলারে পাওয়া যাচ্ছে। আমার প্রশ্ন হলো এটি ভারতীয় গরু নাকি আমেরিকান গরুর গোবর থেকে তৈরি?

সমরের এই পোস্টে সংযুক্ত করা ছবিটিতে গোবরের কেকের প্যাকেটে লেখা, এতে ১০টি কেক আছে। এটি শুধু ধর্মীয় উদ্দেশ্যে, খাওয়ার জন্য নয়।

তার পোস্ট প্রকাশের পর কয়েকজন এতে হাস্যকর মন্তব্য করে। এক টুইটার ব্যবহারকারী লেখেন, গোবরের কেক তৈরি করে যুক্তরাষ্ট্রে ‘কাউ ডাং কুকি’ হিসেবে বাজারজাত করা ভালো।

আরেক টুইটার ব্যবহারকারী লেখেন, এসব কেক ভারতীয় গরুর গোবর থেকে তৈরি এমন কোনও নিশ্চয়তা নেই।

একজন টুইট করেন, ‘ভারতের পণ্য’। আরেকজন প্রশ্ন করেন, ‘এগুলো মহিষের গোবর থেকে তৈরি??? মেটেরিয়াল ইনপুট/আউটপুট হাই!!!’

এক টুইটে বলা হয়, যদি কেউ এগুলো খেতে চায়, তবে তাকে খাওয়ার অনুমতি দেয়া উচিত। এক টুইটার ব্যবহারকারী মনে করিয়ে দেন, এগুলো পাঞ্জাবে রান্নার কাজে ব্যবহৃত হয়।

আরো পড়ুন

কে/এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর চিঠি নিয়ে যা জানাল ভারত
ভারতে ৮ বাংলাদেশি আটক
ডাক মারার রেকর্ডে ভারতের সূর্যকুমারের সঙ্গী পাকিস্তানের শফিক  
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে মুখ খুললেন মিঠুন