জাপানের প্রধানমন্ত্রীকে ‘নির্বোধ’ বললো উত্তর কোরিয়া
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকে নজিরবিহীন আক্রমণ করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জাপানি প্রধানমন্ত্রীকে ‘নির্বোধ’ ও ‘রাজনৈতিক বামন’ হিসেবে অভিহিত করা হয়েছে।
উত্তর কোরিয়া বৃহস্পতিবার দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালায়। এরপর জাপানের প্রধানমন্ত্রী জাতীয় নিরাপত্তা নিয়ে মন্ত্রিসভার একটি বৈঠক আহ্বান করেন। স্থানীয় কিয়োদো নিউজ সার্ভিস জানিয়েছে, পিয়ংইয়ংয়ের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য মারাত্মক চ্যালেঞ্জ’ বলে উল্লেখ করে টোকিও।
এরপরই শিনজো আবেকে তীব্র বাণে বিদ্ধ করলো উত্তর কোরিয়া। জাপান বিষয়ক উত্তর কোরিয়ার একজন বেনামি ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী বলেন, সামরিক সরঞ্জামের ব্যাপারে তিনি কী বলছেন তা জানেন না আবে।
রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, আবে বিশ্বের একমাত্র নির্বোধ এবং ইতিহাসের সবচেয়ে বোকা ব্যক্তি। কারণ তিনি মাল্টিপাল লঞ্চ রকেট সিস্টেম আর একটি মিসাইলের মধ্যে পার্থক্য করতে ব্যর্থ।
ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, আবের চেহারা দেখলেই মনে হয় তিনি একটি কুকুর যে ভয়ে ভীত বা যুক্তরাষ্ট্রের মতো তার প্রভুদের খুশি করতে একটি কুকুরছানা। আবে একজন নিখুঁত মুর্খ এবং তার মতো বিশ্বের আর একজনও রাজনৈতিক বামন নেই।
এ/পি
মন্তব্য করুন