• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

যোগ্য বিদেশি চিকিৎসক ও নার্স নেবে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ ডিসেম্বর ২০১৯, ১৯:৩১
যুক্তরাজ্য, স্বাস্থ্যসেবা
সংগৃহীত

যোগ্য বিদেশি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে যুক্তরাজ্য। এজন্য নতুন ভিসা চালুর পরিকল্পনা নেয়া হয়েছে। খবর স্থানীয় ওয়েবসাইট জিপিঅনলাইনের।

দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেনারেল প্র্যাকটিসে ছয় হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। পাশাপাশি আরও ছয় হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এবং কনজারভেটিভ পার্টির নেতা বরিস জনসন বলেন, জনগণের কথা বিবেচনা করে ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) জন্য আরও অর্থ বরাদ্দ দেয়া হবে।

দেশটির সরকার স্বাস্থ্যসেবায় অর্থ বরাদ্দ ও জনশক্তি বাড়াবে বলে জানিয়েছে। প্রতি বছরে এনএইচএসে তিন দশমিক চার শতাংশ পর্যন্ত অর্থ বরাদ্দ বাড়ানো হবে বলে জানান বরিস জনসন।

তবে যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবায় অর্থ বরাদ্দ বাড়ানোর দিক থেকে টনি ব্লেয়ার এবং গর্ডন ব্রাউনের চেয়ে পিছিয়ে আছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী।

তাদের সময়ে দেশটির স্বাস্থ্যসেবায় অর্থ বরাদ্দ গড়ে ছয় শতাংশ করে বাড়ানো হয়েছিল। তবে ডেভিড ক্যামেরন ও থেরেসা মে-এর চেয়ে এগিয়ে আছেন বরিস জনসন।

কে/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫২ বছর পরও বন্ধুত্বের বন্ধনে ৭০ ছুঁই ছুঁই চার নারী
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরুন: ড. ইউনূস
যুক্তরাজ্যে জনপ্রিয়তার শীর্ষে ‘মুহাম্মদ’ নাম
যুক্তরাজ্যে সাইবার হামলা নিয়ে এনসিএসসি প্রধানের সতর্কবার্তা